নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্রষ্টা যে ক্ষমতা দিয়েছে তা দিয়ে আলোকিত করে যেতে চাই বহুদূর

আ স রনি আহমেদ

স্রষ্টা যে ক্ষমতা দিয়েছে তা দিয়ে আলোকিত করে যেতে চাই বহুদূর

আ স রনি আহমেদ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩৪

আজকাল
কি যে উল্টোপাল্টা বায়না শিখেছে ও
যখন তখন এসে বলবে, ওর একটা আকাশ
চাই ।
আর আমিও বোকার মতো সব কাজ
ফেলে
ওর চোখের মাপের আকাশ
খুঁজতে থাকি !
শুধু কী তাই ! তাতেও আবার ওর
আপত্তি।
এটাতে বলে মেঘ
ভরতি তো ওটাতে একঘেয়ে আলো।
গোধূলি আকাশ দেখলেই ও আবার
লজ্জায় মরে যায় ।
আমার হয়েছে জ্বালা, মেঘ
থাকবে না রোদ থাকবে না
এমন একটা আকাশ,
আমি কোত্থেকে খুঁজে আনব ?
গোলাপ হবে অথচ কাঁটা হবে না !
রঙটাও আবার লাল ? এমন আবার হয়
নাকি !
একটা কথা আমি কিছুতেই
বুঝতে পারি না,
ভালবাসা বুকে এসে বসলেই মানুষ
কেন পাখি হতে চায

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

চাঁদগাজী বলেছেন:


সুন্দর প্রকাশ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.