![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছায়ায় গিয়ে ফর্সা যে ত্বক
রৌদ্রে গিয়ে কালো
তাই ছায়ায় থেকে ফর্সা হওয়া
কেন লাগে ভালো?
প্রসাধনী মেখে গায়ে সুশ্রী হওয়ার মাঝে
সত্যিকারের মানুষ হলে এই কি তোমার সাজে?
খালি চোখে যা দেখো ভাই
তাইতো জানি খাটি
রঙ্গিন চশমায় রঙ্গিন দেখায়
সেইটাই তো ফাঁকি
ভালো পোশাক যতই পরো
ভেতর যদি কালো
বিষ নিয়ে ভাই রক্ত মাঝে
সুগন্ধ কেন ঢালো
এই করে কি সত্যিকারে
সত্যি করো আড়াল?
জানলো না কেউ তাই বলে কি
ঘুচলো নিজের হাল?
দেখলো না কেউ তাই বলে কি
যা খুশি তাই করো?
অন্যকারে না ডরা ভাই
নিজেকে হলেও ডরো!
©somewhere in net ltd.