![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি এমন হয় যে নিজের সন্তানের সামনে হীনমন্যতার দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকবো এই ভেবে যে যৌবনের দিনগুলো কী অর্থহীন কাজেই না ব্যয় করেছি। বিষ ছড়িয়েছি অন্তর থেকে অন্তরে। জাতিকে বিভক্ত করেছি টিভি পর্দায় ক্রোধান্বিত চেহারা নিয়ে। আগুন ঠিকরে পড়েছে চোখ থেকে। প্রতিশোধের দীপ্তবাণী উচ্চারিত হয়েছে কণ্ঠে। আমাদের অনৈক্যের সুযোগ নিয়ে কতক দুর্বল যুদ্ধাপরাধীরা হয়ে উঠেছে রাজনীতির মূল ইস্য। উত্থান ঘটেছে হেফাজত নামে ধর্মাণ্ধ আফগানী তালেবানদের বাঙলাদেশী ভার্সন হেফাজতে ইসলাম, ধর্ম ব্যবসায়ী দল । যারা ভোটের রাজনীতিতে হয়ে উঠেছিল মূল ইস্যু। বিদেশি সাম্রাজ্যবাদী শক্তিরাও আগ্রহবোধ করেছে তাদের নিয়ে। রুদ্ধদার বৈঠকও করেছে তাদের সাথে। তাদেরকে বানিয়েছে জঙ্গি। এই সুবাদের নৌবহর নিয়ে হাজির হয়েছে সন্ত্রাসবাদ বিরোধী টর্পেডো নিয়ে মানবতার কথিত দাবিদার মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের বানিয়ে দিয়ে গেছে আফগানিস্তানে। এখন আমাদের শাসন ক্ষমতায় আসীন আছেন নতুন এক নতুন হামিদ কারজাই, নুরে মালিকীদের প্রেতাত্মারা। আমরা এখন আমাদের কৃতকর্মের কারণে স্বাধীন হয়েও পরাধীন- নিজ দেশে পরবাসী অথবা প্রতিবেশি কোন দেশে রিফিউজি।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৬
বোকার হদ্দ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৩৭
উড়োজাহাজ বলেছেন: সুন্দর লিখেছেন। আমরা দেশে দেশে হয়তো নতুন হামিদ কারজাই কিঙবা নুরে মালিকি পেতে যাচ্ছি।