![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারতের বিধানসভা নির্বাচনে দিল্লিতে আম আদমি পার্টি ব্যাপক সফলতা লাভ করেছে। কিন্তু এককভাবে সরকার গঠনে তারা সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিধায় সরকার গঠনে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তাই সেখানের রাষ্ট্রপতি শাসন অনিবার্য হয়ে উঠেছিল। তবে তারা এখন সরকার গঠনে দিল্লির লেফটেনেন্ট জেনারেল নজীব জঙ্গের কাছে ১০ দিনের সময় চেয়েছে। ইতোমধ্যে কংগ্রেস তাদেরকে সরকার গঠনে লিখিতভাবে নিঃশর্ত সমর্থন দান করেছে। কিন্তু আপাতত তারা সেটা গ্রহণে রাজি নয়। তবে শেষ পর্যন্ত আশা করা যায় আগামী দশ দিনের মধ্যে তারা সরকার গঠনে সক্ষম হতেও পারে। সরকার গঠন করতে পারুক আর না পারুক সেটা মূলত আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় হচ্ছে ভারতের রাজধানী দিল্লীতে ক্ষমতাসীন কংগ্রেস ও সা¤প্রতিক ভোটের পালে হাওয়া লাগা বিজেপিকে টেক্কা দিয়ে মাত্র কয়েকদিন আগে গঠিত হওয়া একটি রাজনৈতিক দল কিভাবে তাদেরকে পেছনে ফেলে দুর্দান্ত গতিতে এগিয়ে গেল তা নিয়ে। বিষয়টি নিয়ে ভাববার মত যথেষ্ট কারণ আছে। এই ভাবনার বিষয় শুধু ভারতীয় রাজনীতিকদের জন্য নয়, বাংলাদেশ তথা সমস্ত পৃথিবীর জন্যই এখানে ভাবনার বিষয় রয়েছে। কারণ, প্রচলিত গণতন্ত্র নামের একপেশে জাগতিক জীবনব্যবস্থাটির প্রভাবে পৃথিবী জুড়ে নেমে এসেছে মানুষে মানুষে বিভক্তি ও ঐক্যহীনতা। আধ্যাত্মিকতাহীন, স্রষ্টাহীন এই জীবনব্যবস্থাটি মানুষকে করে তুলেছে হৃদয়হীন। ঝাঁড়– পেটা করে বিদায় করা হয়েছে ন্যায়নীতিকে। এই জীবনব্যবস্থার দর্শন শুধু পার্থিব উন্নতির দিকে নিবদ্ধ থাকায় মানুষ সকল নীতি-নৈতিকতা ত্যাগ করেছে। আর গুটিকয়েক শাসকশ্রেণীর হাতে চলে গেছে সকল ক্ষমতা। আর বাকী সংখ্যাগরিষ্ঠ মানুষ বন্দী হয়েছে দারিদ্রের শেকলে। দুর্নীতিবাজদের দিয়েছে ইচ্ছেমত দুর্নীতি করে নিজেদের আখের গোছানোর সকল উপায়। নিরানব্বই শতাংশ মানুষকে বঞ্চিত করে মাত্র এক শতাংশ মানুষকে দিয়েছে ভোটের মাধ্যমে ক্ষমতায় গিয়ে একটি মেয়াদেই বাকী জীবনের অর্থনৈতিক সুখ-স্বাচ্ছন্দের নিশ্চয়তা।
আমাদের বুঝতে হবে যে, এসবের প্রতিবাদেই আম আদমি বা সাধারণ আমজনতার উত্থান ঘটেছে ভারতের দিল্লিতে। কারণ তাদের সামনে এতদিন কোন পথ ছিল না এসবের বিরুদ্ধে প্রতিবাদ করার। কিন্তু যেই তারা একবার সুযোগ পেয়েছে তখনই তারা আম আদমির ভোটের বাক্সকে ভরে দিয়েছে দ্বিধাহীন চিত্তে, যদিও আম আদমির নেতা রাজনীতিতে একজন নতুন মুখ। কিন্তু তিনি সাধারণ মানুষের হৃদয়ের ধ্বনি বুঝতে পেরেছিলেন এবং সেই ধ্বনিতে সঠিকভাবে ঝংকার তুলতে পেরেছিলেন। তাই একথা নিঃসন্দেহে বলা যায় যে, বর্তমানে ভারতের অন্যান্য রাজ্যে এমনকি পৃথিবীর যে কোন প্রান্তেই যদি মানুষকে তাদের পছন্দের নেতা খুঁজে নেওয়ার স্বাধীনতা দেওয়া হয় তাহলে প্রায় প্রতিক্ষেত্রেই সাধারণ মানুষদের মধ্য থেকেই নতুন নতুন নেতার উত্থান ঘটবে।
এখানে আরো মনে রাখতে হবে, প্রথম বারেই আম আদমিও মানুষকে মুক্তি দিতে পারবে না। কারণ, প্রচলিত সিস্টেম অনুসরণ করে তাদেরকেও টিকে থাকতে গিয়ে দুর্নীতি ও অবিচারের সাথে আপস করতেই হবে। ইতোমধ্যেই সরকার গঠনের জন্য ক্ষমতাসীন কংগ্রেসের, যা ভারতে দুর্বল, অপশাসন ও দুর্নীতির কারণে ডুবন্ত নৌকা হিসেবে ব্যাপক সমালোচিত দলটির সমর্থন নেওয়ার বাধ্য-বাধকতার মুখে পড়েছে।
যাই হোক, আম আদমি এবার ক্ষমতায় যাক আর না যাক, তার চাইতে গুরুত্বপূর্ণ চিন্তার বিষয় এই যে সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষ উচ্চাভিলাসীদের স্বার্থরক্ষাকারী প্রচলিত শাসনব্যবস্থার বিকল্প পথ পেলেই মানুষ তাদেরকে ছুঁড়ে ফেলবে- অন্তত দিল্লিতে আম আদমির উত্থান সারা পৃথিবীকে এই বার্তাই দিলো। এখন দেখার বিষয় কারা এখান থেকে সংশোধিত হয়ে সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষের চাওয়া পাওয়া অনুযায়ী নিজেদেরকে প্রস্তুত করে আর কে তা না করে নিজেদেরকে ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষেপ করে। কারণ, আগামী দিন পরিবর্তনের, আগামী দিন সুন্দরের জয়-জয়কারের জন্য নির্ধারিত। আগামী দিন আম জনতার।
১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৫
বোকার হদ্দ বলেছেন: সুপ্রীমো অরবিন্দ কেজিরওয়াল।
এ্ই দলটি সাধারণ মানুষের হৃদয়ের ধ্বনি বুঝতে পেরেছিলেন এবং সেই ধ্বনিতে সঠিকভাবে ঝংকার তুলতে পেরেছিলেন। আজকে বাংলাদেশেও কেউ চাইলে এটা সম্ভব।
২| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৪
রাজীব বলেছেন: একটা ব্যাপার উল্লেখযোগ্য, যে সরকার কিন্তু নতুন এই দলকে কোন সমস্যায় ফেলেনি।
আমাদের দেশে এমন একটি নতুন দল গঠন করে দেখুন, সবাইকে রাজাকার বলে জেলে ঢুকাবে ও মামলা-হামলায় জরাবে।
১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৯
বোকার হদ্দ বলেছেন: ঠিক ধরেছেন। এই দিক দিয়ে ভারত একধাপ হলে এগিয়ে।
৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৬
রাজীব বলেছেন: আমাদের দেশে এমন একটি নতুন দল হলে ১৪+১৮=৩২ দল যোগ আরো ৫-৬টি পাতি দল সব মিলে ৪০ দল একজোট হয়ে নতুন দলকে মারা শুরু করবে।
১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৯
বোকার হদ্দ বলেছেন: ঠিক ধরেছেন। বাঙ্গালী বলে কথা!
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
জনাব মাহাবুব বলেছেন: আম আদমির নেতার নাম কি?
কিভাবে তারা এত অল্প সময়ে সফলতা পেল।