নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকার হদ্দ

আমার ফেসবুক পেজ https://www.facebook.com/pages/বোকার-হদ্দ/183449901736937

বোকার হদ্দ › বিস্তারিত পোস্টঃ

ক্ষমতাসীন দল এবং বিরোধী দল কি আতাত করেছে?

২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩০

শিরোনাম শুনে অবাক হবেন না। একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখুন কয়েকমাস আগে অর্থাত ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে বিরোধী দলের ব্যাপক আন্দোলন, হরতাল-অবরোধ হওয়ার আগে ঢাকার রাস্তায় কি যানজটটাই না ছিল! ঢাকার একপ্রান্ত থেকে অপর প্রান্তে যেতে ক্ষেত্র বিশেষে ৪/৫ ঘণ্টা এমনকি তারও বেশি লেগে যেত। ঘাম-গরমের তো কোন বালাই নেই। অর্থনৈতিক ক্ষতি নিয়ে অর্থনীতিবিদদের পরিসংখ্যানেরও শেষ নেই। কিন্তু সাম্প্রতিক কর্মসূচীগুলোর সময় ঢাকা নগরী ভ্রমণের জন্য ব্যাপক আনন্দদায়ক হয়ে গেছে। আজ বাসাবো থেকে সকাল বেলা উত্তরা গেলাম মাত্র ৪০ মিনিটে- তাও তুরাগ বাসে করে। কোন ভীড়-বাট্টা নেই। থামা-থামিও নেই। যাত্রী নেমেছে, যাত্রী উঠেছে এই যা। আসার সময় সন্ধ্যা হয়ে গেছে। স্বাভাবিকভাবেই এই সময়ে একটু চাপ বেশি থাকে। তাই সময় লেগেছে ১ ঘণ্টার মত। রাস্তায় গাড়ির সংখ্যা দেখে মনে হলো সারা ঢাকায়ই একই অবস্থা।





অবস্থাদৃষ্টে মনে হয়েছে এটাই ঢাকার স্বাভাবিক অবস্থা হওয়ার কথা। অপরদিকে আন্দোলনহীন অবস্থার যানজটই অস্বাভাবিক। তাই মনে প্রশ্ন আসলো- সরকারী দল এবং বিরোধী দল কি আতাত করে জনগণকে সুখী করার জন্য আন্দোলনের ডাক দিয়েছে নগরীর ভীড়-বাট্টা কমিয়ে স্বাভাবিক রাখার জন্য? অভিজ্ঞমহল কী বলেন?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.