![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘শবে কদর’
-আবছার তৈয়বী
গাফিলতি ছেড়ে জেগে ওঠ সবে
এসেছে আজি ‘কদর রাত’,
হায়াত মউত রুজি- রোজগার
বন্টন করা পুণ্যরাত।
একটি রাতের এবাদত জানো-
হাজার মাসের বেশি,
কোথায় আজি ব্যস্ত আছো?
হে ভাই- বাংলাদেশী।
হেলায়-ফেলায় রাত কেটো না
রাতের কদর কর,
কার চেয়ে কে পুণ্য করিবে
সে বাজিটা আজ ধর।
পুণ্য কাজের প্রতিযোগিতায়
আল্লাহ খুশি হয়,
আপন রওজায় নবীও খুশি
তাকিয়ে তিনি রয়।
প্রথম আসমানে তাজাল্লি করে
ডাকিছে খোদা ঐ,
ওরে অভাগা ত্বরা আয় হেথা
গেলে তুমি আজ কই?
রোগে পীড়িত কে আছো আজিকে
এসো হে আমার কাছে,
আরোগ্য দানে করিব সুস্থ
থাকিব তোমার পাশে।
কার লাগিবে রুজি-রোজগার
আমার কাছে চাও,
রিজিকের বাজেট আমার হাতে
কোথায় তুমি যাও?
কে চাও তুমি দীর্ঘায়ু হতে
আমায় আজিকে বলো,
দুঃখী মানুষের সেবা কর আর
সরল পথে চলো।
পাপের বোঝা ভারি কার ওহে!
বলি তোমায় আজি শোন,
আমার হাবীবের উসিলা ধরো-
পথ নাই আর কোন।
যে যাই চাইবে সে তাই পাইবে
আজিকে পুণ্যরাত,
মানুষের ভাগ্য বদলে দেবার
এসেছে ‘কদও’ রাত।
তোমার একার মুক্তি চেয়ো না
জাতির মুক্তি চাও,
গরীবের তরে বদ্ধ দুয়ার
আজিকে খুলিয়া দাও।
দুস্থজনে মুক্তমনে
দাও সেবা দাও আজ,
তারাও মানুষ তোমার মতো
কীসের এতো লাজ?
অন্ধজনে দাও হে আলো
কুটির ঘরে বাতি,
কাটবে আঁধার জীবনের তরে
কাটবে তাদের রাতি।
ক্ষুধায় কাতর প্রতিবেশি তোমার
চাও না কেন ফিরে?
আর কতকাল থাকিবে মত্ত
আপন জগত ঘিরে?
আজকে তুমি হও গো উদার
আমার দিকে দেখো,
আমার রঙে রঞ্জিত হও
সারা গায়ে রঙ মেখো।
সকল আশা পুরণ করিব
কথা দিলাম আজ আমি,
আমা হতে তুমি লুকাবে কীভাবে
আমি তো অন্তর্যামী।
ওপরের দিকে চেয়ো না তুমি
নিচের দিকে চাও,
আমাকে পাইতে চাইলে তুমি
মানুষের মাঝে যাও।
আমি সকলের খালিক মালিক
আমি সকলের প্রভু,
তাকেও তো দেই অন্ন আমি
মানে না যে আমায় কভু।
ওহে বাংলার জনগণ আজি
দু’হাত তুমি তোল,
খোদার কাছে চাও যত পার
হিংসা-দ্বেষ আজ ভোল।
(কবিতাটি কোরআন- হাদিসের আলোকে লিখিত। আল্লাহ-রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের খিদমতের জন্য যেন আমায় কবুল করেন এবং আমার মনোবাসনা যেন পুরণ করেন- সকলের কাছে সে দোয়া চাই।)
তারিখ: ১৪ জুলাই, ২০১৫
আবুধাবি।
©somewhere in net ltd.