নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যবাক

অাবছার তৈয়বী

আবছার তৈয়বী

অাবছার তৈয়বী › বিস্তারিত পোস্টঃ

\'ফারুকী কাব্য\' -১

১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৬

দশ ফারুকী চাই
-আবছার তৈয়বী

ফারুকী তুমি কোথায় আছো
তোমায় মনে পড়ে,
তোমায় আমি দেখছি না তো
একটি বছর ধরে।

কোন পূরীতে আবাস তোমার
কোথায় তুমি থাকো?
চোখের আড়াল হয়ে তুমি
আমায় কেন ডাকো?

আন্দোলনের বাঁকে বাঁকে
তোমায় আমি চাই,
মনের মাঝে তোমার ছবি
দেখতে যেন পাই।

বলতে তুমি রাসূল (দ.) প্রেমের
মিষ্টি-মধুর কথা,
কথা তোমার শুনছি না তো
বাড়ছে মনের ব্যথা।

সেই ব্যথাটা যাচ্ছে না তো
ওষুধ-দাওয়াই খেলে,
তোমার ছবি দেখলে তবে
শান্তি দীলে- মেলে।

বাতিলগুলো হাসছে দেখো
করছে কানাকানি,
ওদের হাসি রুখতে পারে
মোর ফারুকী- জানি।

এক ফারুকী লোকান্তরে
দশ ফারুকী চাই,
তবেই আমার অবুঝ দিলে
শান্তি পাবো ভাই।

তারিখ: ১৮ আগস্ট, ২০১৫
আবুধবি, ইউ.এ.ই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.