![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফারুকী কাব্য- (৮)
ফারুকীর শিক্ষা
-আবছার তৈয়বী
ফারুকী আমাদের শিখিয়ে গেল
নত নাহি করো শির,
রাসূল (দ.) প্রেমে জীবন দিয়ে
করো উন্নত শির।
বাতিলেরে কভু করো নাকো ভয়
প্রাণ যায় যাক- তবুও,
নিঃশেষে প্রাণ যে করিবে দান
ভালোবাসে তারে প্রভুও।
নবীর (দ.) প্রেমে দিতে পারে যে জন
কাটায় আপন শির,
সে তো নয় কোন সাধারণ মানুষ
জানো- সে আসল বীর।
এক বীর আজি লোকান্তরে
শত বীর আজ ঘুরে,
বাতিলের কবর রচনা করিবে
নহে বেশি দিন দূরে।
সে বীর কখনো হবে বখতেয়ার
কখনো ফজলুল হক,
তাহাদের সাথে উঠবে না পেরে
যতো বক্তা ঠক।
ঠক যতো আছো- তোমাদের বলি
আছো যতো বক সারি,
তৈয়বী করিল তোমাদের তরে
‘লাল সংকেত’ জারি।
লালে লালে লাল, হবে বেসামাল
লহুর দরিয়া দেখে,
দেহের সকল খুন দেবো আজ
নবী (দ.) প্রেম হৃদে মেখে।
তুমি কতো খুন নিতে পারো দেখি
ওহে রক্ত-চোষা!
মানব সুরতে দানব এক তুমি
তুমি বাতিলের পোষা।
বল সবে আজ, বল এক সুরে
ছেড়ে দিয়ে হুঙ্কার,
ফারুকী আমাদের আশার আলো
ফারুকী অহঙ্কার।
তারিখ: ২৮ আগস্ট, ২০১৫
আবুধাবি, ইউ.এ.ই
©somewhere in net ltd.