নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যবাক

অাবছার তৈয়বী

আবছার তৈয়বী

অাবছার তৈয়বী › বিস্তারিত পোস্টঃ

শোকগাঁথা

৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৮

বিশ্বের অন্যতম প্রবীণ ব্যক্তিত্ব, দ্বীন আল ইসলামের একনিষ্ঠ খাদিম, সুন্নীয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর, বাতিলের আতঙ্ক, দরবারে আ’লা হযরতের অন্যতম খলিফা, হযরতুলহাজ্ব আল্লামা মুফতি আকবর আলী রেজভী আলকাদেরীর (রেজভী হুজুর) ইন্তেকালে আমার
শোকগাঁথা
-আবছার তৈয়বী

সুন্নিয়তের বিশ্বে আজি
নামলো শোকের ছায়া
রেজভী হুজুর ছাড়লেন আজি
এই দুনিয়ার মায়া।

নেত্রকোনায় আবাস তাঁহার
আকবর আলী নাম,
শেরে খোদার সাহস নিয়ে
করিতেন কালাম।

বাতিল যতো কাঁপতো ভয়ে
নামটি তাঁহার শুনে,
এমন গুণী ক’জন পাবে
এই দুনিয়ায় গুনে।

দলিল ছাড়া বলতেন নাতো
তিনি কোন কথা,
বাতিলরা সব পালিয়ে যেতো
মরতো যথাতথা।

সুন্নীয়তে শোকের নহর
চলছে বয়ে আজ,
সবাই আজি দোয়া মাগো
ছেড়ে দিয়ে কাজ।

যে যেখানে বসে আছো
খোদার কাছে চাও,
‘জান্নাতেরই উঁচু স্থানে
রেজভীকে ঠাঁই দাও।’

তোমার নবীর গুণ-গান
করলেন জীবনভর,
নবীর জন্য তিনি হলেন
অনেক জনের পর।

বিশ্বমাঝে তিনি ছিলেন
অতি প্রবীণ জন,
সুন্নীয়তের গর্ব তিনি
মোদের আপনজন।

গর্বে মোদের বুক ফুলে যায়
তাঁহার মোনাজেরায়,
বাতিল জনে দলিল দিয়ে
আসল পথে ফেরায়।

ভক্ত জনে মুক্ত মনে
রইলো আবেদন,
বাতিল জনে দলিল দিয়ে
করিবেন ছেদন।

সবে মিলে তাঁহার মতো
জীবন যাপন করি,
ভালোবাসা দিয়ে সবে
সুন্নী সমাজ গড়ি।

তারিখ: ৩০ আগস্ট, ২০১৫
সময়: সকাল ১১ ঘটিকা
আবুধাবি, ইউ.এ.ই।

ছবি কৃতিত্ব: G M Akbar Khan ভাই (ওমান)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.