![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি-ছড়া: (১১)
ছবি- মিষ্টিভাষী
ছড়া: আবছার তৈয়বী
‘উন্নয়নের জোয়ার’
ত্বরা আসো ত্বরা আসো
কোথায় কে বা আছো?
চাটগাঁ ভাসে উন্নয়নে
সবাই মিলে নাচো।
আকাশ ফেঁড়ে পড়ছে পানি
ডুবছে শহর-গ্রাম,
উন্নয়নে ভাসছে দেখো
মায়ার চট্টগ্রাম।
উন্নয়নের বইছে জোয়ার
চাটগাঁ শহর জুড়ে,
আকাশ থেকে পড়ছে পানি
উঠছে পাতাল ফুঁড়ে।
নাছির মামার হাতির বহর
সুখে আছে বেশ,
ডুবছে ও ভাই চাটগাঁ শহর
ডুবছে সারা দেশ।
থমকে আছে পানির মিছিল
যাচ্ছে না তো সরে,
করবো কী হায়- যায় না থাকা
আপন বসত-ঘরে।
থকথকে সব কাদা-পানি
সারা ঘরে মাখা,
রাস্তা-ঘাটে অথৈই পানি
সবখানে ভাই ফাঁকা।
চাটগাঁ এখন পানির নীচে
যাচ্ছে যে ভাই ডুবে,
কেউ জানে না উঠবে কবে
সূর্য্যিমামা পুবে।
উন্নয়নের জোয়ার থামাও
পানি ঠেকাও আগে,
মনোহরি চাটগাঁকে মোর
বড়ই ভালো লাগে।
রাঘব বোয়াল গিলে খেলো
চাটগাঁরই সব খাল,
ধরতে তাদের সবাই ফেলো
চিকন সুতার জাল।
আটকে পড়ে রাঘব-বোয়াল
করবে লাফা-লাফি,
ঘাড়টি ধরে মটকিয়ে দাও
কমবে দাপাদাপি।
শহরটাকে বাসযোগ্য
রাখতে যদি চাও,
কাঁধের সাথে কাঁধ মিলিয়ে
সবাই নেমে যাও।
যথায় তথায় আবর্জনা
আর ফেলো না ভাই,
চাটগাঁবাসীর দু’হাত ধরে
মিনতি করে যাই।
তারিখ: ২৭ জুলাই, ২০১৫
আবুধাবি, ইউ.এ.ই।
©somewhere in net ltd.