![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহান আল্লাহ্ জাল্লা শানুহুর মেহমান ‘হাজী সাহেবান’রা সবাই এখন আমার দয়াল নবীজির (দরুদ) দয়া ভিক্ষা নিতে মদীনাতুল মুনওওয়ারায় তাঁর পবিত্র রওজা শরীফে উপস্থিত হয়েছেন। তাঁদের মাধ্যমে প্রিয় রাসূল (সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া আলিহী ওয়া সাহবিহী ওয়া সালাল্লাম) এর দরবারে বিচ্ছেদের ব্যাথায় কাতর এক গুনাহ্গার উম্মতের এই আকুতি ও ফরিয়াদ- কবুল হোক। আমিন! (মুনাজাতের মতো টেনে টেনে পড়তে হবে।)
দয়া কর হে রাসূল (দঃ) আমায়
-আবছার তৈয়বী
আমার সালাম যেন পৌঁছায়
প্রিয়নবী তোমারই রওজায়,
আমার দয়ালু প্রভু যেথায়
দিবা-নিশি সালাত পৌঁছায়।
পাখি তব গুণগান গায়
ফুল তব খুশবু বিলায়
পিছিয়ে যে আমি আছি হায়!
দুঃখ কারে যে শুনাই?
কেন মোর দিল তড়পায়
একবার দেখিতে যে চাই,
নূরে খোদা যেথা ঝলকায়
কী আছে সেই চেহারায়?
নূরের ফেরেশতা যেথায়
নিরবধি ঘুরপাক খায়,
দয়া কর হে রাসূল আমায়
তুমি ছাড়া নাই যে উপায়।
তোমার কোন তুলনা যে নাই
শুয়ে আছো আজও মদীনায়,
বসে আছি আমি সে আশায়
যাবো কবে সেই মদীনায়?
গুনাহর সাগরে হাবুডুবু খাই
শত গুনাহ্ ডুবালো আমায়,
বাঁচিবার নাই যে উপায়
রহমত তব আমি চাই।
রচনা তারিখ: ০৬/০৩/২০১৫ ইং
সম্পাদনা তারিখ: ০৯/০৯/২০১৫ ইং
আবুধাবি।
কোন প্রকার সংযোজন ও বিয়োজন ছাড়া যে কেউ এই আকুতি- ফরিয়াদ ছাপাতে পারবেন, গাইতে পারবেন ও যন্ত্রস্থ (ভিডিও-অডিও রেকর্ডিং) করতে পারবেন। এই আকুতি- ফরিয়াদ কেউ অডিও ভিডিও রেকর্ডিং করে আমার কাছে পাঠালে কৃতজ্ঞতার সাথে গ্রহণ করা হবে এবং অনুমতি সাপেক্ষে প্রচার করা হবে।
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:০৬
মীর মোহাম্মদ উল্লাহ বলেছেন: দয়া কর হে রাসূল (স) আমায়!!!!!!!!!
এটা আবার কেমন কথা? দয়া করবেন তো আল্লাহ তায়ালা।
নবিজী (স) এর উপর দরুদ পড়বেন- ভাল কথা কিন্তু উনাকে খোদার পর্যায়ে পৌছায়ে দিবেন না আশা করি।
তাহলে শিরকের পর্যায়ে পড়ে যাবেন।