নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যবাক

অাবছার তৈয়বী

আবছার তৈয়বী

অাবছার তৈয়বী › বিস্তারিত পোস্টঃ

দূর্ঘটনায় হতাহত হাজী সাহেবানদের জন্য শোকগাঁথা

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫১

পবিত্র হজ্জব্রত পালন করতে যাওয়া আল্লাহর মেহমান হাজীদের মর্মান্তিক মৃত্যু সংবাদ শুনে আমার
শোক সঙ্গীত
-আবছার তৈয়বী

তোমরা যারা আজ বিকেলে
আল্লাহর প্রিয় হলে,
তোমাদেরই স্মৃতি মোদের
হৃদ মিনারে জ্বলে.....
হৃদ মিনারে জ্বলে।

তোমরা সবে মোদের মাঝে
ছিলে পুণ্যবান,
তোমাদেরই ডেকে নিলেন
রহীম রহমান.....
রহীম রহমান।

তোমরা সবে খোদার ঘরের
ছিলে মেহমান,
জীবনখানি অকাতরে
করে গেলে দান.....
করে গেলে দান।

শাহাদাতের মরণ তোমার
নসীব হলো ভাই,
লক্ষ জনের মাঝে এমন
সুযোগ ক’জন পায়.....
সুযোগ ক’জন পায়।

তোমরা সবে বিশ্ব মাঝে
এমন ভাগ্যবান,
হেরেমেতে করলে তোমরা
শহীদি সুধা পান.....
শহীদি সুধা পান।

হাজী তোমরা নও তো শুধু
তোমরা শহীদান,
মুসলিমেরই গর্ব তোমরা
প্রেরণা অফুরান.....
প্রেরণা অফুরান।

শহীদ যেন হতে পারি
দীনের রাহে আমি,
রাসূল (দ.) প্রেমে জীবনটা মোর
করতে পারি দামী.....
করতে পারি দামী।

এই ছাড়া বলো কী আর আছে
আমার চাহিবার,
বাতিল যতো রুখবো আমি
হবো দুনির্বার.....
হবো দুনির্বার।

নবীর (দ.) প্রেমে জীবনটা মোর
করবো এবার দান,
খুশি হবেন রাসূল (দ.) আমার
হাবীবে রহমান.....
হাবীবে রহমান।।

তারিখ: ১১ সেপ্টেম্বর, ২০১৫
আবুধাবি, ইউএই।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪১

muftisiraji বলেছেন: অনেক ভালো লেগেছে। সত্যিই আপনি ইসলামী চেতনাশীল

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৭

চাঁদগাজী বলেছেন:

হজ করতে গিয়েও মানুষকে মরতে হয়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.