নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যবাক

অাবছার তৈয়বী

আবছার তৈয়বী

অাবছার তৈয়বী › বিস্তারিত পোস্টঃ

আমি তোমায় ভালবাসি

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫০

আমি তোমায় ভালবাসি
-আবছার তৈয়বী

আমি থাকি তেপান্তরে
তুমি থাকো দেশে,
দূর থেকে তাই যাবো আমি
তোমায় ভালবেসে।

যখন আমি কষ্টে থাকি
হয় যে আমার দূঃখ,
কষ্ট সকল যায় যে চলে
দেখলে তোমার মুখ।

তুমি আমার সন্ধ্যাতারা
হৃদ-আকাশের আলো,
আকাশ-বাতাস সাক্ষী থাকুক
তোমায় বাসি ভালো।

দূর থেকে তাই কি আর দেবো
ভালোবাসা নাও,
তোমার কাছে চাইবো কী আর
দীলেতে ঠাঁই দাও।

প্রবাস নামক কারাগারে
জীবনটা মোর যায়,
কপাল দোষে কাঁদি আমি
মরু ভূমে হায়!

‘ভালোবাসি’ বলো তুমি
আমায় একটিবার,
তোমার কথা ভেবে আমি
করবো দিবস পার।

রাত আসিলে তোমার কথা
বেশি মনে পড়ে,
সকল কথা অশ্রু হয়ে
চোখেতে মোর ঝরে।

বুকের ভেতর বাড়ে শুধু
চিনচিনে এক ব্যথা,
ওষুধ কোথায় পাবো বলো
যাবো আমি সেথা।

তামাম জাহান ঘুরে আমি
পেলাম না তো হায়!
তাই তো আমি চাই যে পেতে
তোমার দীলে ঠাঁই।

তারিখ: ১৭ সেপ্টেম্বর. ২০১৫
আবুধাবি, ইউএই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.