![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যেতে চাই আজ সোনার মদীনায়
-আবছার তৈয়বী
কেউ আমারে যাও নিয়ে যাও সোনার মদীনায়,
যেথায় আমার প্রাণের নবী শুয়ে আছেন হায়!
সালাত-সালাম পড়বো সেথায় দিল-দরোজা খুলে,
মাগবো দোয়া খোদার কাছে আমি দু’হাত তুলে।
প্রাণের ছোঁয়া লেগে আছে নবীর (দ.) মদীনায়,
মুর্দা দীলের মানুষগুলো ত্বরা সবে আয়।
মদীনার এই সবুজ গম্বুজ দেখতে তুমি থাকো,
এই মদীনার ধুলি-বালি সারা গায়ে মাখো।
‘খাকে শেফা’ এই মদীনায় আছে কি ভাই জানো?
‘জান্নাতেরই বাগান’ আছে- নবীর কথা মানো।
মুমিনেরই প্রাণ-ভোমরা রওজার ভেতর আছে,
তোমরা আমায় যাও নিয়ে যাও তাঁহার রওজার কাছে।
আমার নবীর (দ.) রওজাখানি দেখতে আমায় দাও,
নজদী সকল! আমায় কেন বাঁধা দিতে চাও?
দেখে আমি সেই অপরূপ রওজার সোনার জালি,
প্রেমের সূধা পান করিব- হৃদয়টা মোর খালি।
কিসের আহার কিসের বিহার কিসেরই সংসার,
মদীনাতে আছে দেখো নূরেরই ঝংকার।
এক মদীনা নয় তো শুধু তামাম জাহান আজ
নবীর (দ.) নূরে আলোকিত সাজল নতুন সাজ।
যেথায় থাকি যেমনে থাকি নবীর (দ.) প্রেমে আছি,
সেই প্রেমেতে মজে আমি করছি নাচানাচি।
বোরাক যেমন নেচেছিল খুশির বানে ভাই
আনন্দে মোর দিল নাচিবে তাঁকে যদি পাই।
সবুজ গম্বুজ দেখলে আমার প্রাণটা জুড়ে যায়
দেখার পরও বারে বারে দেখতে যে মন চায়।
যতোই দেখি ততোই মজা লাগে কেন ভাই?
জান্নাতেরই খুশবো আমি সেই মদীনায় পাই।
বলবো- খোদা! চাইনা কিছু নবীর (দ.) সঙ্গ চাই,
তোমার নবীর (দ.) কদমেতে মরণ যেন পাই।
তোমার নবীর (দ.) রওজার পাশে কবর যদি হয়,
ভাববো আমি এই দুনিয়া করেছি একাই জয়।
ভোরের বাতাস! বলো তুমি নূরনবী (দ.) কে গিয়া
আমার দীলে জ্বলছে আজও তাঁহার প্রেমের দিয়া।
জীবন আমার যায় চলে যাক- বুজবে না সে বাতি,
রাসূল (দ.) প্রেমের আলো দিয়ে কাটবো বাতিল রাতি।
ওগো রাসূল (দ.)! দয়া করো- দয়ার সাগর তুমি
নসীব যেন হয় গো আমার সেই মদীনার ভূমি।
ওগো খোদা! নসীব করো নবীর (দ.) শাফায়াত
রাসূল (দ.) প্রেমে কাটে যেন আমার সব হায়াত।
তারিখ: ১৮ সেপ্টেম্বর, ২০১৫
আবুধাবি, ইউ.এ.ই।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৩
প্রামানিক বলেছেন: চমৎকার নবী বন্দনা। ধন্যবাদ
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৩
নিষ্কর্মা বলেছেন: যান না ভাই, গিয়া ঠিক ভাবে জপতপ কৈরেন। দেশে যা গরম পড়সে, মনেই হয় না যে রহমান বা রহিম বৈলা উচ্চকাশে কেউ আছে। এইডা দেহাইবার জৈন্নে হৈলেও যান।
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৬
নুর আয়শা আব্দুর রহিম বলেছেন: ভালো লাগলো, ধন্যবাদ।