![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে সবুজ গম্বুজওয়ালা!
-আবছার তৈয়বী
‘আয় সবজে গুম্বাদওয়ালে মঞ্জুরে দোয়া করনা/ যব ওয়াক্তে নেযা’ আয়ে দীদার আতা করনা’ একটি বিখ্যাত উর্দূ না’ত শরীফ। এই না’ত শরীফটি এতোই জনপ্রিয় যে- গুগল, ফেইসবুক, ট্যুইটার, ইউটিউব, ডেইলি মোশন, এমসি কেইফেসহ বিভিন্ন অনলাইল মাধ্যমে প্রিয় রাসূল (দরূদ) আশেকগণ লাখ লাখ বার দেখেছেন, শুনেছেন। আমার ও আমার প্রিয়জনদের অতি পছন্দনীয় না’ত শরীফগুলোর মধ্যে এটি অন্যতম। পৃথিবীখ্যাত না’তখাঁ ওয়াইস রেযা ক্বাদেরীর কণ্ঠে এই না’ত শরীফটি শুনলে নবী (দ.) প্রেমিকদের চোখে নেমে আসে অশ্রুধারা। তাঁর আকুতিভরা সুরেলা কণ্ঠের লালিত্য এই না’ত শরীফকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। তাঁর সেই লিঙ্ক ৭৩০,৪১৩ জন লোক ভিজিট করেছেন। (https://www.youtube.com/watch?v=bTP9D5S2uS0)। গত ২ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ৬.৩০ আমার প্রিয়ভাই ডা. শরীফ মহিউদ্দীন (বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক সহ-সভাপতি) আমার ইলমি অযোগ্যতার দিকে না তাকিয়ে এক অন্যরকম আবদার করে বসেন।
‘একটা না’ত অনুবাদ করেন। কবিতা আকারে। আপনার কাছে একটা না’তের অনুবাদ চাই- উর্দূ। না’তটা কি দিবো’? বললাম- আমি কি পারবো? দেন। ‘ ...পারবো আবার কি? আপনিই পারবেন’। বললাম- অনুবাদ তো করতে পারবো- ইনশাআল্লাহ্। তবে অন্যের কথা ও ভাব কবিতায় ফুটিয়ে তোলা একটু কষ্টকর বৈকি। তিনি না’তটির লিরিক্স দিলেন। বললাম- এটা আমার প্রিয় না’ত শরীফ। দোয়া করুন। আমার এ আশেকে রাসূল (দরুদ) ভাইটি বললেন- ‘আমি চোখের পানি ধরে রাখতে পারি না’। বললাম- আপনার কামলিওয়ালাকে বলুন- তিনি যেন আমার ওপর দয়া করেন। ৬ সেপ্টেম্বর ২০১৫ইং দুপূরে আবারও তাগাদা দিলেন- ‘আমার না’তখানা কই’? বললাম- দোয়া তো করেন না। ক্যামনে দেই?
এরপর আমি এক অপরাধবোধে ভুগতে থাকি। দুনিয়ার শ্রেষ্ঠ ‘আলসে লোকদের’ মধ্যে আমার স্থান সর্বপ্রথম। তারপরও যে সময় পাই- নানান হাবিজাবি লিখতে লিখতে আমি সেই সময় নষ্ট করি- প্রতিনিয়ত। আল্লাহর ফজলে ও প্রিয়নবী (দরুদ) নজরে করমে আজ আমার ভায়ের প্রদত্ত দায়িত্বটি শেষ করলাম। প্রথমে কবিতা আকারে অনুবাদ করলাম। তারপর ওয়াইস রেযা কাদেরীর কণ্ঠে গাওয়া না’তটি শুনলাম। নাহ্, মিলছে না। বুঝলাম- আমার ‘কাষ্ঠং শুষ্কং’ কবিতাটিকে ওয়াইস রেযা কাদেরীর সুরে সুর দিতে গেলে শায়েরদের দাঁত একটাও থাকবে না। তাই আমার কবিতাটার ওপর আবার ছুরি চালাতে বাধ্য হলাম। এখন যে কোন শায়ের এটাকে অনায়াসে কণ্ঠে তুলে নিতে পারবেন। তবে আমার আশা- আমার শ্রদ্ধাভাজন বড়ভাই জামেয়ার আরবী প্রভাষক মুহতারাম কবি হাফেজ মাওলানা মুহাম্মদ আনিসুজ্জামান সাহেবএকটু দয়ার নজর দিয়ে ভাষাটা ঠিক করে দেবেন এবং আমার শ্রদ্ধাভাজন উস্তাদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হযরতুলহাজ্ব আল্লামা আবুল কাশেম নূরী (ম.জি.আ) তাঁর সুললিত কণ্ঠে তুলে নেবেন। আমার অন্যান্য প্রিয় শায়ের ভাইগণও সুর দিতে পারবেন। তবে সুরটি যেন ওয়াইস রেযা ক্বাদেরীর সুরের সাথে মিলে- সেদিকে খেয়াল রাখতে তাঁদের খেদমতে অনুরোধ করবো। সুর দিতে তাঁদের যাতে কোন অসুবিধে না হয়- সে জন্য আমি অধম হেঁড়ে গলায় গেয়ে শুনালাম। আমার প্রিয় পাঠক/পাঠিকাদের বিরক্তির জন্য করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি। আপনারা যে কেউ ইচ্ছা করলে এই না’ত শরীফে কন্ঠ দিতে পারবেন। এবং কমেন্টস বক্সে বা ইনবক্সে পাঠাতে পারবেন। অনুমতি সাপেক্ষে স্বনামে বা বেনামে আপনাদের গাওয়া না’তটি প্রচার করা হবে। (Click This Link)
হে সবুজ গম্বুজওয়ালা!
-আবছার তৈয়বী
হে সবুজ গম্বুজওয়ালা!
দোয়া মোর মঞ্জুর করোনা....
মৃত্যুর সময় এসে গেলে
এসে মোরে দেখা দান করোনা।
হে নূরে খোদা! তুমি...
চোখে মোর এসে চুপে থাকোনা,
তুমি আসো স্বপ্নে আমার
কিবা তোমার কাছে আমায় ডাকোনা।
হে দীলের পর্দানশীন!
দীলেতে এসে চুপে থাকো না..
মৃত্যুর সময় এসে গেলে
এসে মোরে দেখা দান করোনা।
হে সবুজ গম্বুজওয়ালা!
দোয়া মোর মঞ্জুর করোনা....
মৃত্যুর সময় এসে গেলে
এসে মোরে দেখা দান করোনা।
আঁধার কবরেতে আমি...
যবে ভয়েতে তড়পাবো,
সহয়তায় আসোনা তুমি...
আকা তোমায় ছাড়া কারে কাছে পাবো?
আমার কবরকে সদা উজ্জ্বল
হে নূরে খোদা! তুমি করোনা...
মৃত্যুর সময় এসে গেলে
এসে মোরে দেখা দান করোনা।
হে সবুজ গম্বুজওয়ালা!
দোয়া মোর মঞ্জুর করোনা....
মৃত্যুর সময় এসে গেলে
এসে মোরে দেখা দান করোনা।
অপরাধী আমি পুরো জাহানে
হাশরেতে লাজ মোর রাখোনা,
লাঞ্ছিত আজ এই জামানায়
আঁচলেতে চুপিয়ে রাখো না।
তোমাকে দোহাই আল্লাহর
এই আরজ কবুল করোনা..
মৃত্যুর সময় এসে গেলে
এসে মোরে দেখা দান করোনা।
হে সবুজ গম্বুজওয়ালা!
দোয়া মোর মঞ্জুর করোনা....
মৃত্যুর সময় এসে গেলে
এসে মোরে দেখা দান করোনা।
চেহারা থেকে তোমার
চাঁদ-তারা আলো পেলো,
এই দোর থেকে দুঃখী-ব্যথাতুর
চিরতরে শেফা পাইলো,
তারা হয় সকলে সাবির
প্রত্যেক দূঃখ দূর করো না।
মৃত্যুর সময় এসে গেলে
এসে মোরে দেখা দান করোনা।
হে সবুজ গম্বুজওয়ালা!
দোয়া মোর মঞ্জুর করোনা....
মৃত্যুর সময় এসে গেলে
এসে মোরে দেখা দান করোনা।
আল্লাহর মাহবুবের চেয়ে
কেউ কোন সুন্দর দেখে নাই,
এই শান তাঁরই একার
ছায়াও কেউ কভু তাঁর দেখে নাই।
আল্লাহ তাঁর এই ছায়াকে
কায়া থেকে জুদা করতে চায় না।
মৃত্যুর সময় এসে গেলে
এসে মোরে দেখা দান করোনা।
হে সবুজ গম্বুজওয়ালা!
দোয়া মোর মঞ্জুর করোনা....
মৃত্যুর সময় এসে গেলে
এসে মোরে দেখা দান করোনা।
তারিখ: ১৯ সেপ্টেম্বর, ২০১৫ ইং
বা’দে ফজর
আবুধাবি, ইউএই।
আবছার তৈয়বী: প্রতিষ্ঠাতা সভাপতি- প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস)- দুবাই, ইউ.এ.ই।
প্রতিষ্ঠাতা: আদর্শ লিখক ফোরাম (আলিফ), চট্টগ্রাম।
নির্বাহী সদস্য: আনজুমানে খোদ্দামুল মুসলেমীন, ইউ.এ.ই কেন্দ্রীয় পরিষদ, আবুধাবি।
©somewhere in net ltd.