![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসহায়ে করুন দয়া হে সরকারে মদীনা
মূল: শাকিল বদায়ূনী
কাব্যানুবাদ: আবছার তৈয়বী
হে রাসূল (দ.)! আমার সকল সমস্যার সমাধানকারী
তব দ্বারে আমি করি ফরিয়াদ- মোর ফরিয়াদ জারি,
আপনি তো আছেন ফরিয়াদ আমার শ্রবণকারী
কেন মোর দুনিয়া হবে বরবাদ, করবো আহাজারি?
অসহায়ে করুন দয়া হে সরকারে মদীনা
ঘাত- প্রতিঘাতে চুরমার আমি- তবু জাগিনা,
ভাগ্য আমার ঘুর্ণি মাঝে ঘুরছে শুধু হায়
মাঝ নদীতে জীবনতরী এখন ডুবে যায়।
দয়া করুন রাসূল (দ.) আমার ডুবলো সফীনা...
অসহায়ে করুন দয়া হে সরকারে মদীনা।
আসুন সখা দয়া করে এখন সময় যায়
ভাগ্য আমার বদলিয়ে দিন- আমি অসহায়,
তোমার কাছে নাই পুশিদা আমার জীবন কথা
তোমার ভালো জানা আছে আমার দীলের ব্যথা।
জখমে ভরা অসহায়ের পুরোটা সিনা.....
অসহায়ে করুন দয়া হে সরকারে মদীনা।
মুসিবতের ঘনঘটায় ভাগ্য আছে ঠেকে
অগোছালো জুলফি-কেশে মুখটি গেল ঢেকে,
ডুবন্ত এই নৌকাটিকে বাঁচিয়ে তুমি নাও,
আল্লাহর দোহাই দিলাম তোমায় আমার দিকে চাও।
তুফান নিশান যাচ্ছে দেখা আর বাঁচিব না....
অসহায়ে করুন দয়া হে সরকারে মদীনা।
ভাগ্য আমার ঘুর্ণি মাঝে ঘুরছে শুধু হায়
মাঝ নদীতে জীবনতরী এখন ডুবে যায়,
দয়া করো রাসূল (দ.) আমার ডুবলো সফীনা...
অসহায়ে করুন দয়া হে সরকারে মদীনা।
ফুটনোট: মূলতঃ এটি একটি না’ত শরীফ। এই না’ত শরীফে অসহায়ের সহায়, ব্যাথাতুরের বেদনা লাঘবকারী, ক্রন্দনরত মানুষের মুখে হাসির ঝলক আনয়নকারী, আল্লাহর প্রিয় হাবীব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাহবিহী ওয়াসাল্লামের প্রতি এক অসহায় উম্মতের আর্তি খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। লিখেছেন ভারতের প্রখ্যাত কবি- শাকিল বদায়ূনী। আমার জম্মের একযুগেরও বেশি আগে বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় শিল্পী, অনবদ্য সুরের স্রষ্টা ‘লতা মঙ্গেশকর’ এই কবিতাটিকে তাঁর সুরেলা কন্ঠে তুলে নিয়ে এটিকে অমর করে তুলেছেন। ( https://www.youtube.com/watch?v=FLiISaVO21g )১৯৬০ সালে এই না’তটি বিখ্যাত ‘মুঘলে আজম’ ছবিতে স্থান পায়। ১৯৭৪ সালে লন্ডনে এক লাইভ প্রোগামে ‘লতাজী’ এটি জনসমক্ষে গাইলে উপস্থিত হাজার হাজার শ্রোতা বিমোহিত হয়ে পড়েন। (এই না’ত শরীফটির উসিলায় আল্লাহ প্রিয় লতাজীকে ‘দৌলতে ঈমান’ দান করুন- আমিন) এরপর অনেকেই এই না’ত শরীফে কণ্ঠ দিলেও কেউ লতাজীকে টেক্কা দিতে পারেন নি। আধুনিক গজল শিল্পীদের মধ্যে পাকিস্তানের ‘হিনা নাসরুল্লাহ্’ এটিকে এক ভিন্নমাত্রায় উপস্থাপন করেছেন। ( https://www.youtube.com/watch?v=6cUE1GfDiy0 ) শুনতে পারেন সেটিও। মদীনার এক বুলবুলি কিশোর না’ত শিল্পী ‘মুহাম্মদ হাসান শেখ’ এর কন্ঠে শুনুন এটি- অন্যমাত্রায়। https://www.youtube.com/watch?v=tBa4Qc1hhW4
প্রিয় বন্ধুগণ! আধুনিক চিকিৎসা বিজ্ঞানে প্রার্থনা সঙ্গীতের (না’ত) প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। না'ত শুনে আশেক দীল চাঙ্গা হয়। নবীয়ে করিম (দরুদ) প্রতি মুহাব্বত বৃদ্ধি পায়। যা ‘ঈমানের মূল’ হিসেবে বিবেচিত। সুতারাং বেশি বেশি না’ত শুনুন আর ঈমান তাজা করুন। সকলকে ধন্যবাদ।
আবছার তৈয়বী: প্রতিষ্ঠাতা সভাপতি- প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস)- দুবাই, ইউ.এ.ই।
প্রতিষ্ঠাতা: আদর্শ লিখক ফোরাম (আলিফ), চট্টগ্রাম।
নির্বাহী সদস্য: আনজুমানে খোদ্দামুল মুসলেমীন, ইউ.এ.ই কেন্দ্রীয় পরিষদ, আবুধাবি।
তারিখ: ২০ সেপ্টেম্বর, ২০১৫
আবুধাবি, ইউ.এ.ই।
©somewhere in net ltd.