নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যবাক

অাবছার তৈয়বী

আবছার তৈয়বী

অাবছার তৈয়বী › বিস্তারিত পোস্টঃ

‘হজ্ব সম্মিলনের ডাক’

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৭

‘হজ্ব সম্মিলনের ডাক’
-আবছার তৈয়বী

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শরীকা লাকা লাব্বাইক। ইন্নাল হামদা ওয়ান্নি’মাতা লাকা ওয়াল মুলক, লা.... শরীকা লাক’। এই স্লোগান মুখে তুলে আল্লাহ জাল্লা শানুহুর মেহমানরা আজ ছুটে চলেছেন- আরাফাত ময়দানের দিকে। কাল ৯ জিলহজ্ব- মূল হজ্বের অনুষ্ঠান হবে আরাফাত ময়দানকে কেন্দ্র করেই। যদিও আরাফাত ময়দানে ‘অবস্থান’ করাটাই হজ্বের মূল রুকন। কিন্তু এই অবস্থানেরও একটি উদ্দেশ্য আছে। কোন উদ্দেশ্য ছাড়া শুধু শুধু পাথর-কঙ্কর মিশ্রিত মরুভূমিতে বসে থাকার তো কোন মানে নেই- তাই না? তাহলে আরাফাত ময়দানে জমায়েত হওয়ার উদ্দেশ্যটাই বা কী? আল্লাহ জাল্লা শানুহুর সে উদ্দেশ্যটাই বলেছি কাব্যাকারে। দেখুন তো একবার- সে উদ্দেশ্য ফুটে উঠেছে কি-না নীচের কয়েকটি লাইনে?

‘হজ্ব সম্মিলনের ডাক’
-আবছার তৈয়বী

নানান দেশের বান্দাসকল আরাফাতে সবে হও মিলন,
তোমাদের তরেই দিয়েছি আমি এ হজ্ব সম্মিলন।

তোমার সকল দুঃখ-ব্যাথা আছে অনুঃতাপ যতো,
খুলে বলো আজ আমার কাছে বিনীত দাসের মতো।

দিল খুলে তুমি কথা বলো আজ মনের কথাটিও বলো,
দীনের পথের রাহী হও সবে নবীর (দ.) পথে চলো।

বুকের সাথে বুক মিলিয়ে প্রাণ খুলে তুমি হাসো,
আমি চাই- তুমি হৃদয় দিয়ে মুসলিমে ভালবাসো।

দেশে দেশে আজ কত অসহায় দেখো তোমাদের ভাই,
ঘর-বাড়ি ছেড়ে যাযাবর জীবন বেছে নিল কেন হায়!

দিয়েছি তোমাদের সম্পদ আমি দিয়েছি তরল সোনা,
তোমরা আজি ‘শাদ্দাদ’ হয়েছো ‘সিদ্দীক’ হাতে গোনা।

তোমারে দিয়েছি বিশাল ভূমি- বিরান হয়ে আছে,
মাথা গুঁজিবার তরে মুসলিম যায় কাফিরের কাছে।

তোমাদের আমি খলিফা করেছি তোমরা হয়েছো রাজা,
ভোগ-বিলাসে মত্ত থেকেছো- পাবে যে তাহার সাজা।

সব রাজা শোন বলি তোমাদের- আমি রাজাধিরাজ,
আর কতকাল থাকিবে গাফিল জেগে ওঠ সবে আজ।

তোমাদের আমি কেন ডাকিয়াছি সকলে কি তাহা জানো?
মানবতার ওপর দয়া করো সবে অসুরে আঘাত হানো।

বিদায়ী হজ্বের ভাষণখানি আজিকে আবার পড়ো,
হানাহানি নয়- ভালোবাসা দিয়ে বিশ্ব সমাজ গড়ো।

ধনী-গরিবে তফাৎ করো না- তাকওয়াতে আগে বাড়ো,
জ্ঞান যদি পাও কোথাও তুমি সকলের আগেই কাড়ো।

সমস্যাসকল তুলে ধরো আজি- সম্মিলনের ঈদে,
সমাধান তুমি পাবে কিভাবে যদি থাকো আজও নিঁদে।

আরাফাত কোন মাঠ নয় জানো- মানবতার মহামিলন,
তব কল্যাণে ডাকিয়াছি আমি- এ হজ্ব সম্মিলন।

হজ্ব শেষ করে তোমরা সবে নবীর (দ.) দুয়ারে যাও,
নবীরে সামনে রাখিয়া তবেই আমারই কাছে চাও।

নিজের ওপর জুলুম করিয়া হৃদয় করেছো কালো,
মদীনায় যাও বিনীত হয়ে সেখানে রেখেছি আলো।

আলোর সওগাত নিয়ে তবে সবে যাও নিজ নিজ দেশে,
মানবতার সেবায় নিজেকে তুমি ঢেলে দাও ভালোবেসে।

তারিখ: ২২ সেপ্টেম্বর, ২০১৫
বাদে মাগরিব,
আবুধাবি,ইউ.এ.ই।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩০

অন্ধবিন্দু বলেছেন: আপ্লুত করলেন। অনেক ভালোলাগা ও কৃতজ্ঞতা।
আস সালামু আলাইকুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.