![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলামায়ের আলোকিত সন্তান, বীর মুক্তিযোদ্ধা, সাধাসিধে সজ্জন সূফি মানুষ খিজির খানের হত্যার প্রতিবাদে আমার কবিতা:
‘খুনের মচ্ছব’ রুখো
-আবছার তৈয়বী
খুনি কোথায় তুমি জানোনা?
খুনি আছে তোমার পাশে
খুনি আছে আমার পাশে
ওরা আছে, ওঁৎ পেতে আছে-
চাপাতি হাতে।
খুনি কোথায় তুমি দেখো না?
খুনি আছে আসমানের নীচে
খুনি আছে জমিনের ওপরে মিলেমিশে
ওরা আছে, আমার প্রিয় বাংলাদেশে-
তলোয়ার হাতে।
খুনিকে তুমি খুঁজে পাও না?
খুনি আছে কওমী কারখানায়
খুনি আছে নর্থ-সাউথের আড্ডাখানায়
ওরা আছে তোমারই আশে-পাশে-
খঞ্জর হাতে।
খুনিকে তুমি চেনো না?
ওরা তোমার আমার ভাই ভাতিজা ছেলে
ওরা মানুষকে খুন করে হেসে-খেলে
ওরা তোমার ঘরেই আছে-
পিস্তল হাতে।
খুনি আছে তোমার আঁচলের নীচে
খুনি আছে তোমার জুব্বার পিছে
খুনি আছে তোমার শয়তানি চেহারার মায়ায়
খুনি বেড়ে ওঠে হে খবিস! তোমার ছত্র-ছায়ায়-
পেট্রোল-বোমা হাতে।
খুনিরা মানুষ না- চেঙ্গিস খানের পান্ডা
খুনিরা দানব- ওরা হালাকু খানের মুরিদ,
খুনিরা সব কাফির- ওরা খারিজিদের প্রেতাত্মা
খুনিরা সব পশু- ওরা এজিদের সুহৃদ।
রুখো ওদের- হাতে নিয়ে ডান্ডা।
তারিখ: ০৬ অক্টোবর, ২০১৫
আবুধাবি, ইউ.এ.ই।
বাংলাদেশের এই সূর্য সন্তান, বীর মুক্তিযোদ্ধা, আলোকিত মানুষ, সাধাসিধে সজ্জন সূফি খিজির খান সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন:
http://www.kalerkantho.com/print-edition/…/2015/10/06/275973
https://www.facebook.com/nasim.chowdhury.7/posts/1630483647201871
https://www.facebook.com/golamdastagir.lisani/posts/839756696144683
©somewhere in net ltd.