![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানি- আমি সব জানি
- আবছার তৈয়বী
জানি- তোমার মন খারাপ
জানি- আমার জন্য তোমার মন কাঁদছে
জানি- আমায় ছেড়ে তুমি সুখে নেই
জানি- কষ্টে তোমার বুক ভাসছে।
জানি- তুমি আমায় দূরে ঠেলে দিয়ে সুখী হতে চেয়েছো
জানি- তুমি সুখ খুঁজেছো বিত্তে- চিত্তে নয়,
জানি- তোমার সুখগুলো অধরা রয়ে গেছে
জানি- তোমার রাত কাটে জাগরণে- ঘুমে নয়।
জানি- তুমি মনে করেছো আমি তোমায় ভুলে গেছি
জানি- তোমার মন আমার সাথে কথা বলার জন্য আকুলি-বিকুলি করছে
জানি- তোমার মিথ্যা অহমিকা আমার কাছে আসতে দিচ্ছে না তোমাকে
জানি- তোমার মন আমায় স্মরণ করছে।
জানি- তুমি বাইরে যতোটা শক্ত ভেতরে ততোটা নরম
জানি- তোমার বুদ্ধি বিবেচনাবোধ সবই আছে কিন্তু মাথাটা গরম
জানি- তুমি ভেঙে খান খান হবে, কিন্তু মচকাবে না
জানি- তুমি আমার কবিতা পড়েও দেখবে না।
জানো- আমি সব সময় তোমার সাথে আছি- পাশে আছি
জানো- প্রতিদিন তোমার কথা ভেবেই আমি ঘুমোতে যাই
জানো- প্রতিদিন ঘুম থেকে ওঠে আগে তোমায় খুঁজি
জানো- তুমি ছাড়া আমি অচল- তুমি নাই তো আমি নাই।
তারিখ: ১৩ অক্টোবর, ২০১৫
আবুধাবি, ইউ.এ.ই।
©somewhere in net ltd.