![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জামালে মুস্তাফা (দরুদ), ইউসুফে ছানী, হযরত মাওলানা সৈয়দ গোলাম রহমান (ক.) প্রকাশ বাবা ভান্ডারীর খোশরোজ শরীফ উপলক্ষে আমার কবিতার হাদিয়া:
ওলী গড়ার কারিগর
- আবছার তৈয়বী
নবীর নূরের পুতলা হয়ে
যিনি এলেন এই ধরায়,
জীন ইনসান আর ফেরেশতারা
তাঁকে কোলে নিতে চায়।
অবাক হয়ে সৃষ্টি সকল
তাঁহার পানে তাকিয়ে রয়,
বলো বলো কেউ আমাকে
মানব শিশু এমন হয়!
হাসলে তিনি মুক্তা ঝড়ে
কাঁদলে বরষার রিমঝিম
তাঁহার ছোঁয়া পেয়ে আগুন
হইল পরশ শীতল-হিম।
শত্রু তাহার আসলো কাছে
আটকে দিতে মাওলানায়
মওলার ফাঁদে আটকে গিয়ে
তাঁরি প্রেমের পরশ পায়।
ওলী তো নয় তিনি হলেন
ওলী গড়ার কারিগর,
তাঁহার নূরের নজর পেয়ে
ছাড়লে তারা বসতঘর।
নজর দিয়ে ওলী বানান
তিনি গোলাম রহমান,
স্রোতস্বিনী নূরের খনি
আজও সেথায় বহমান।
দয়া করে দাও গো আমায়
তোমার চরণ ধুলি,
পূর্ণ করো খোদার দানে
আমার খালি ঝুলি।
রহমানেরই দয়ার নহর
জারি সেথায় আছে,
কেউ আমারে যাও নিয়ে যাও
তিনি যেথায় আছে।
আমায় তুমি নাও ডেকে নাও
তোমার আপন ঘরে,
দীন-দুনিয়া চায় তৈয়বী
তাঁহার চরণ ধরে।
তারিখ: ১৪ অক্টোবর, ২০১৫
আবুধাবি, ইউ.এ.ই।
©somewhere in net ltd.