নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যবাক

অাবছার তৈয়বী

আবছার তৈয়বী

অাবছার তৈয়বী › বিস্তারিত পোস্টঃ

‘উজ্জীবন’ আসছে- আপনি আছেন তো?

১৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২২

‘উজ্জীবন’ আসছে- আপনি আছেন তো?
-আবছার তৈয়বী

আল্লাহ জাল্লা শানুহুর অশেষ রহমতে, সবুজ গম্বুজওয়ালার রহমতের ছায়ায়, পুণ্যবানদের মায়ায় আমার দীর্ঘদিনের একটা স্বপ্নের বুনিয়াদ আজ রাখতে যাচ্ছি। এ ক্ষণে আপনাদের সবাইকে আমি আমার এ ‘পুণ্য-প্রয়াসে’ স্বাগত জানাচ্ছি। আমার স্বপ্নটা কী? স্বপ্ন আমার অনেকগুলো। আপাততঃ একটি 'সাংস্কৃতিক সংস্থা' প্রতিষ্ঠা করতে চাই। অনেক ভেবে-চিন্তে সেই সাংস্কৃতিক সংস্থাটির নাম ‘উজ্জীবন’ রাখার সিদ্ধান্ত নিয়েছি। পুরো নামা ‘উজ্জীবন সাংস্কৃতিক সংস্থা’। সংক্ষেপে (উসাস)। নামটি কেমন হলো? বা এ নামে কারো আপত্তি আছে কি-না আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন।

লক্ষ্য ও উদ্দেশ্য কী? এক কথায়- মানুষকে ‘আনন্দ দেয়া’। আমরা সে ‘আনন্দ’ দিতে চাই সমাজটাকে শুধরিয়ে, মানসিকতাটাকে বদলিয়ে। আমরা মানুষের জীবনটাকে ‘জীবনের স্বাদ’ পাইয়ে দিতে চাই। সে জন্য এই সংস্থার নাম ‘উজ্জীবন’ রাখলাম। কারো আপত্তি থাকলে আগে ভাগেই জানাবেন। কেউ আবার ‘স্বপ্নদ্রষ্টা’ হয়ে বসে থাকলে সমস্যা আছে। ক্যাঁচালে আর প্যাঁচালে অনেকদিন তো কাটলো। এবার নিজের মনের মতো করে নতুন কিছু করতে চাই। আমরা জীবনের সুখ খুঁজবো- বিত্তে নয়, চিত্তে। এই ‘চিত্ত’ নিয়েই আমাদের ভাঙা-গড়ার খেলা। বসাবো চিত্তের হাট, হৃদয়ের মেলা।

আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন- আমাদের এ ‘চিত্তের হাটে’ আপনিও আসতে পারেন। হৃদয়ের মেলায়ও ঘুরে যেতে পারেন। খানিকক্ষণ বসুন। জিরান। তারপর আপনি ইচ্ছা করলে আপনার গন্তব্যে চলে যেতে পারবেন। আপনি আজীবন থাকতে চাইলে কেউ আপনাকে ধাক্কা দিবে না। আপনি চলে যেতে চাইলে কেউ আপনাকে আটকাবে না। তবে আপনাকে 'মায়ার বাঁধনে' বাঁধতে আমাদের চেষ্টার ত্রুটি থাকবে না।

‘উজ্জীবন’ হবে মূলতঃ একটি সাংস্কৃতিক ট্রেনিং সেন্টার। আপনার ভেতরে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাটাকে বাইরের আলোয় বের করে আনাটাই উজ্জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য । আপনি গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী, অভিনয় শিল্পী, কবি, লেখক, সাহিত্যিক যাই হতে চান, আমরা আপনার হাতটি ধরে সেদিকে নিয়ে যাবো। আমরা আপনাকে আলো দেখাবো। পথ চলতে হবে আপনাদের নিজেদেরকেই। আপনিই হতে পারেন- ‘উজ্জীবনের জীবন’। আপনি নারী কিংবা পুরুষ, শিশু কিংবা বৃদ্ধ যেই হোন, আপনি আমাদের একজন গর্বিত সদস্য হতে পারেন। কী যোগ্যতা থাকা চাই? প্রথমে আপনার একটা 'সৃজনশীল মন' থাকা চাই। আপনার মাথায় সৃষ্টিশীল কিছু 'মগজ' থাকা চাই। আপনার একটা 'দরদী হৃদয়' থাকা চাই। ব্যস্, এতটুকুই হলে চলবে। বাকিটা আমরা দেখবো। আপনি যদি মনে করেন- আপনার মাঝে উল্লেখিত যোগ্যতাগলো আছে, তো কাল-বিলম্ব না করে আজই যোগাযোগ করুন। আমরা অপনাকে নিয়ে বিশ্বজয় করবো- এ দাবি করি না। তবে এই জাতির ওপর চাপিয়ে দেয়া ‘সাংস্কৃতিক আগ্রাসন’টা ঠিকই রুখে দেবো। রাজি আছেন তো? তাহলে হাত মেলান।

নিবেদক-

আবছার তৈয়বী,
প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক,
‘উজ্জীবন’ সাংস্কৃৃতিক সংস্থা (উসাস)।
তারিখ: ১লা মুহররম, ১৪৩৭ হি.
মোতাবেক: ১৫ অক্টোবর, ২০১৫ খৃ.
আবুধাবি, ইউ.এ.ই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.