নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যবাক

অাবছার তৈয়বী

আবছার তৈয়বী

অাবছার তৈয়বী › বিস্তারিত পোস্টঃ

নবীপ্রেমের দোলা দীলে লাগিল রে...

১৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৪

নবীপ্রেমের দোলা দীলে লাগিল রে...
-আবছার তৈয়বী

হাছন রাজা- বাংলার সম্পদ, বাঙালীর সম্পদ। এই সাধক পুরুষ তার মরমী গান দিয়ে বাঙালীর হৃদয়-মন জয় করেছেন- বহু আগেই। এই হাছন রাজা আমাকে টানে। আমাকে ডাকে। ‘পিয়ারী’ তার প্রেমিকা। কিছু কিছু গবেষক মনে করেন- ‌’পিয়ারী-টিয়ারী’ বলে কিছু নেই। তিনি তাঁর সৃষ্টিকর্তাকেই ‘পিয়ারী’রূপে কল্পনা করেছেন। একে তো কবি, তদুপরি মরমী সাধক। কবি মনে কী ছিল- আল্লাহই মালুম। আমি তাঁর কিছু কিছু গান শুনি এবং নিজেকে হারিয়ে ফেলি অন্যজগতে। মাত্র ৭ লাইনের তাঁর একটি বিখ্যাত ও জনপ্রিয় গান:
'নিশা লাগিল রে, নিশা লাগিল রে,
বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে,
হাসন রাজার পিয়ারীর প্রেমে মজিল রে'।।
তাঁর এই গানের সুরে-ছন্দে, ঢংয়ে-রঙে, তাঁর অনুকরণে আমিও লিখে ফেললাম নবীপ্রেমে কয়েক লাইন। আমার প্রভুর প্রিয়তম সখা, প্রীতম-প্রাণোত্তম প্রিয়নবী সাল্লাল্লাহু তায়ালা আলায়হি ওয়া আলিহী ওয়া সাহবিহী ওয়াসাল্লামের দরবারে কবুল হলেই কেবল আমার মন তুষ্ট হবে। তো প্রিয় পাঠক/পাঠিকা! একবার ঠোঁট মেলান দেখি! আহা! লজ্জার কিছু নেই- ‘টেরাই’ করতে অসুবিধা কী?

নবীপ্রেমের দোলা দীলে লাগিল রে...
-আবছার তৈয়বী

দোলা লাগিল রে- দোলা লাগিল রে...
নবীপ্রেমের দোলা দীলে লাগিল রে...
আবছার তৈয়বী নবীপ্রেমে মজিল রে... (২)
দোলা লাগিল রে- দোলা লাগিল রে...
নবীপ্রেমের দোলা দীলে লাগিল রে...

ছটফট করে আবছার তৈয়বী দেখিয়া চাঁন মুখ,
তৈয়বী জানের মুখ দেখিয়া জন্মের গেল দুখ।।
কত সুখ মনে রে- কত সুখ মনে রে...
নবীপ্রেমের দোলা দীলে লাগিল রে...
আবছার তৈয়বী নবীপ্রেমে মজিল রে... (২)
দোলা লাগিল রে- দোলা লাগিল রে...
নবীপ্রেমের দোলা দীলে লাগিল রে...

নবীপ্রেমের রূপটা দেখি ছলাৎ ছলাৎ উঠে,
দুষমনের খঞ্জর তৈয়বীর বুকের মাঝে টুটে।।
কত দুঃখ দীলে রে- কত দুঃখ দীলে রে...
নবীপ্রেমের দোলা দীলে লাগিল রে...
আবছার তৈয়বী নবীপ্রেমে মজিল রে... (২)
দোলা লাগিল রে- দোলা লাগিল রে...
নবীপ্রেমের দোলা দীলে লাগিল রে...

তৈয়বীর মনে ফুটে হঠাৎ নবীপ্রেমের ফুল,
সে ফুলগুলো মরু হাওয়ায় খায় যে বিষম দোল।।
কত ভালো লাগিল রে- ভালো লাগিল রে...
নবীপ্রেমের দোলা দীলে লাগিল রে...
আবছার তৈয়বী নবীপ্রেমে মজিল রে... (২)
দোলা লাগিল রে- দোলা লাগিল রে...
নবীপ্রেমের দোলা দীলে লাগিল রে...

হঠাৎ যখন দুই নয়নে সবুজ গম্বুজ দেখি,
মনের কথা অশ্রু দিয়ে তাঁহার কাছে লেখি।।
মনের ব্যাথা চলে যায় রে.. ব্যাথা চলে যায় রে...
নবীপ্রেমের দোলা দীলে লাগিল রে...
আবছার তৈয়বী নবীপ্রেমে মজিল রে... (২)
দোলা লাগিল রে- দোলা লাগিল রে...
নবীপ্রেমের দোলা দীলে লাগিল রে...

না’তে রাসূল পড়লে কেহ কান পাতিয়া শুনি,
ভালো লাগে নিজেকে মুই তাদের মাঝে গুনি!!
আমার ঈর্ষা লাগে রে- বড় ঈর্ষা লাগে রে...
নবীপ্রেমের দোলা দীলে লাগিল রে...
আবছার তৈয়বী নবীপ্রেমে মজিল রে... (২)
দোলা লাগিল রে- দোলা লাগিল রে...
নবীপ্রেমের দোলা দীলে লাগিল রে...

নবীর তারিফ যতই কর ততই কম হবে,
সকল অামল শেষ হইলেও সেটাই তোমার রবে।।
অামার ইচ্ছা করে রে- ইচ্ছা করে রে...
নবীপ্রেমের দোলা দীলে লাগিল রে...
আবছার তৈয়বী নবীপ্রেমে মজিল রে... (২)
দোলা লাগিল রে- দোলা লাগিল রে...
নবীপ্রেমের দোলা দীলে লাগিল রে...

তারিখ: ১৮ নভেম্বর, ২০১৫
আবুধাবি, ইউ.এ.ই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.