নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যবাক

অাবছার তৈয়বী

আবছার তৈয়বী

অাবছার তৈয়বী › বিস্তারিত পোস্টঃ

ডাক দিয়ে যাই

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৫

ডাক দিয়ে যাই
-আবছার তৈয়বী

ওরে তরু-যুবা ওরে মা-বোন
ওরে মোর দীনি ভাই,
তাফসীরুল কোরআন ডাকিছে তোমায়
আজিকে বলিয়া যাই।

সবে ত্বরা এসো নিজাসনে বসো
কাঁধে মিলিয়ে কাঁধ,
ছেঁড়ো সবে ছেঁড়ো করে টুকরো
শত শয়তানের ফাঁদ।

দেখো সবে দেখো দু’নয়নে মেখো
আলেম চেহারা শোভা,
ভালো সবে ভালো চারিদিকে আলো
নিরাশ ইবলিস লোভা।

শোনো সবে শোনো মন দিয়ে শোনো
আল কোরআনের বাণী,
দেশবাসী সবে জাগাও বিবেক
দুয়ারে আঘাত হানি।

জানো সবে জানো কোরআনের কথা
জানো হে মু’মেনীন,
তোমাদের সেবা করিবে যে সদা
খোদ্দামুল মুসলেমীন।

জ্বালো সবে জ্বালো নিজ ঘরে জ্বালো
আল কোরআনের আলো,
সে আলোয় দেশ ভরে যাক বেশ
হয়ে যাক সবে ভালো।

ওরে জনগণ ভাবো কি এখন
কোরআনের পথে আসো,
কোরআনের পথে চলে অবিরতে
দেশটাকে ভালোবাসো।

জীবিতের তরে এসেছে কোরআন
মৃতরে কেন ডাকো,
কোরআনের জ্ঞান জানো অফুরান
কভু শেষ হবে নাকো।

তারিখ: ২৭ ফেব্রুয়ারি, ২০১৬ খৃ.
আবুধাবি,ইউ.এ.ই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.