![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিরিয়ালের ফাঁদ
-আবছার তৈয়বী
সিরিয়ালের ফাঁদে পড়ে
গিন্নি গেল বিগড়ে,
শিশুর খাবার স্বামীর মুখে
সবটা দিল উগড়ে।
অবাক চোখে বাবার দিকে
রয় যে শিশু তাকিয়ে,
গিন্নি তাকায় টিভির দিকে
ঘাড়টা তাহার বাঁকিয়ে।
শাশুড়িকে জব্দ করার
মস্ত কৌশল শিখে,
পরিবারে প্যাঁচ লাগিয়ে
প্রেমের চিঠি লিখে।
স্বামীর সোহাগ ভাল্রাগেনা
প্রেমিক সোহাগ চাই,
হাতের কাছেই প্রেমিক মিলে
ভাসুর দেবর ভাই।
বাংলা ছেড়ে হিন্দি কথা
গিন্নী বেশি বলে,
পরিবারের শান্তি উধাও
দেশটা রসাতলে।
তারিখ: ২৭ ফেব্রুয়ারি, ২০১৬ খৃ.
আবুধাবি, ইউ.এ.ই।
©somewhere in net ltd.