নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যবাক

অাবছার তৈয়বী

আবছার তৈয়বী

অাবছার তৈয়বী › বিস্তারিত পোস্টঃ

শত বছরের শ্রেষ্ঠ শহীদ

০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:১৬

শত বছরের শ্রেষ্ঠ শহীদ
-আবছার তৈয়বী

কত আবেগের শত আকুতি
বৃথা গেল সব আজি,
লাল কালিতে লিখিল কী আজ
অলক্ষুণে কাজি।

বৃটিশ কানুনের গোলামী করে
বাইরে ছাড়ে বুলি,
রাসূলদ্রোহীর শয়তানি বুকে
চালালে তুমি গুলি।

ওরে মর মর করে ধড়পড়
রাসূলদ্রোহীর দেহ,
একাকি আশিক ফাঁসিতে চড়ে
তার পাশে নাই কেহ।

তুমি যে অতুল আশিকে রাসূল
প্রমাণ করিলে কাজে,
মোল্লার দল সবে হীনবল
মরি মরি হায় লাজে!

ফতোয়া খুঁজিতে বদ্ধ ঘরে
বসেছে ঋজু হয়ে,
তারাই আজি মাতম করিছে
শবদেহ তব লয়ে।

জনতার সাথে নাই সংযোগ
নাই হৃদয়ের মিল,
জালিমের সাথে বসে মাঠে-হাটে
খোশ তাহাদের দীল।

রাজপথ ছেড়ে ঘরের কোণে
করে যে অশ্রুপাত,
তাহাদের সনে হবে না কখনো
জালিমের সংঘাত।

হালুয়া-রুটির ভাগাভাগিতে
দেখিবে তাদের আগে,
জালিমের সাথে দেন-দরবারে
তাহারা নিশীথ জাগে।

বাহিরে সবে ইসলাম দেখায়
ভেতরে ফাঁকাবাজ,
শত বছরের শ্রেষ্ঠ শহীদ
তুমি হলে মমতাজ।

জগত দেখিল নূরানী চেহারা
বিদায় বেলার হাসি,
মমতাজ হোসাইন কাদেরী তোমায়
বড়ই ভালোবাসি।

রাসূলে খোদায় বলিও তুমি
মোল্লার শঠতামি,
আমি অসহায় বসে বসে হায়
তাঁহারই করুণাকামী।

তারিখ: ০১ মার্চ, ২০১৬ খৃ.
আবুধাবি, ইউ.এ.ই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.