নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যবাক

অাবছার তৈয়বী

আবছার তৈয়বী

অাবছার তৈয়বী › বিস্তারিত পোস্টঃ

অপরূপা নারী

০৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৪

পৃথিবীর সকল নারীদের প্রতি অশেষ শ্রদ্ধাসহ নিবেদিত:
অপরূপা নারী
-আবছার তৈয়বী

নারীর শোভা পুরুষ হলে
পুরুষ শোভা নারী,
নারী ছাড়া কেবল পুরুষ
চলতে নাহি পারি।

নারী সেতো মায়েরই রুপ
বৃক্ষ-তরু ছায়া,
কেমনে ভুলি পুরুষ আমি
মায়ের অতুল মায়া।

নারী হলো প্রেমের তরী
দূঃখের অর্ধাঙ্গীনি,
নারী হলো সুখের কানন
পুরুষের-ই সঙ্গীনী।

নারী কভু বোনের রূপে
থাকে যে সংসারে,
প্রতি ক্ষণে মাগে দোয়া
আল্লাহরই দরবারে।

নারী কভু কন্যা হয়ে
জগত করে আলো,
ছেলের চেয়ে মেয়েকে তাই
বাসি আমি ভালো।

নারী তুমি স্বর্গ-শোভা
কিংবা নরক-লোভা,
নারী তুমি স্বচ্ছ সাগর
কিংবা পূঁতি ডোবা।

নারী তোমায় রূপে-গুণে
দেখি- অপরূপা,
এইতো ভালো এইতো কালো
তুমি- শতরূপা।

নারী তোমার নাই তুলনা
এই জগতের মাঝে,
সুখে দূঃখে মিশে আছো
সব পুরুষের কাজে।

তারিখ: ০৮ মার্চ, ২০১৬ খৃ.
আবুধাবি, ইউ.এ.ই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.