![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভুল করেছি ভুল
-আবছার তৈয়বী
ভুল করেছি ভুল-
দেশের তরে মন কাঁদে মোর
হৃদে জাগে দোল।
ভুল করেছি ভুল-
পরবাসে এসে আমি
পাইনা কোন কূল।
ভুল করেছি ভুল-
মরুভুমির মায়ার পড়ে
হারাই মায়ের কোল।
ভুল করেছি ভুল-
নিজ গরজে বাজাই আমি
নিজের ছেঁড়া ঢোল।
ভুল করেছি ভুল-
দুধের স্বাদ মিটাই আমি
পিয়ে খানিক ঘোল।
ভুল করেছি ভুল-
ইচ্ছে করে ছিঁড়ে ফেলি
নিজের মাথার চুল।
ভুল করেছি ভুল-
তাদের দেখে চুপ মেরে যাই
ছিঁড়ছে যারা মূল।
ভুল করেছি ভুল-
আমার কথায় কাজে আমি
হয়েছি চোখের শূল।
ভুল করেছি ভুল-
আমার মতো বেআক্কেলের
নাইরে কোন তুল।
উৎসর্গ: কবি সৈয়দা হাবিবুন নেসা দোলনের করকমলে। যাঁর জিজ্ঞাসার প্রেক্ষিতে এই ছন্দহীন ছড়াখানি বের হলো।
তারিখ: ১০ মার্চ, ২০১৬ খৃ.
আবুধাবি, ইউ.এ.ই।
©somewhere in net ltd.