নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যবাক

অাবছার তৈয়বী

আবছার তৈয়বী

অাবছার তৈয়বী › বিস্তারিত পোস্টঃ

আসুন বন্যার্ত বিপন্ন মানুষের পাশে দাঁড়াই

০৫ ই আগস্ট, ২০১৬ ভোর ৪:০৪

আসুন বন্যার্ত বিপন্ন মানুষের পাশে দাঁড়াই
- আবছার তৈয়বী
সমগ্র সৃষ্টিজগত আল্লাহর পরিবার। এটি হাদিসের কথা। এই পরিবারের বাংলাদেশ অংশে আজ বানভাসি মানুষের হাহাকারে খোদার আরশ কাঁপছে। বাংলাদেশের কুড়িগ্রাম, রংপুর, জামালপুর, বগুড়া, গাইবান্ধা, শরিয়তপুর, ফরিদপুর, রাজবাড়ীসহ ১৫ টি জেলা পানির নিচে তলিয়ে গেছে। বিশেষ করে পদ্মা, যমুনা, ও বহ্মপুত্রের চরাঞ্চলের মানুষগুলোর দূরবস্থা কহতব্য নয়। এসব এলাকার বনি আদম ক্ষুধায় কাতর হয়েছে। তৃষ্ণায় পাথর হয়েছে। চিকিৎসা ও অষুধের অভাবে ডায়রিয়াসহ নানা অসুখ-বিসুখে ভুগছে। আমরা আমাদের দৈনন্দিন কাজ করে যাচ্ছি। আমাদের মনে এই বিপন্ন মানুষগুলোর প্রতি দয়া নেই, মায়া নেই, ভালোবাসা নেই। এমনকি ভাবনাও নেই। আমরা কি মানুষ?

মানুষ হলে তো আমরা বিপন্ন মানবতার সাহায্যার্থে এগিয়ে যেতাম! আচ্ছা- এই জামানায় আমাদের প্রাণাধিক প্রিয় রাসূল (সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া আলিহী ওয়া সাহবিহী ওয়াসাল্লাম ) জাহেরী হায়াতে থাকলে কী করতেন? তিনি কি ওই নিরন্ন-বুভুক্ষু মানুষগুলোর মুখে অন্ন তুলে না দিয়ে আহার করতেন? কী মনে হয় আপনার? অথচ আমরা দয়াল নবীর (দরুদ) উম্মত হয়ে কত না পাষাণ হয়ে গিয়েছি! ভাবতেও অবাক লাগে! আমরা যেমন নিজেকে নিয়ে মত্ত, আমাদের নায়েবে রাসূল (দরুদ)গণও নিজেদের নিয়ে ব্যস্ত। আমরা্ কোন দুর্যোগেই কোন কার্যকরী উদ্যোগ নিতে পারিনি। এটা কি আমাদের চরম ব্যর্থতা নয়?

অথচ, উদ্যোগ নিয়েছেন- ইমরান এইচ সরকার। তিনি ২৫০০ পরিবারের খাদ্য ও চিকিৎসা সামগ্রী নিয়ে ইতোমধ্যে দুর্গত মানুষের দোর-গোড়ায় পৌঁছে গেছেন। বিপন্ন মানবতার পাশে দাঁড়িয়েছেন। তিনি একা নন। তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিপন্ন মানবতা রক্ষায় এগিয়ে গেছেন মুষ্টিমেয় কিছু মানুষ। ষোলকোটি মানুষের মাঝে হয়তো মাত্র ষোলজন। তবে তাঁর আহ্বানে সাড়া দিয়েছেন- দেশ-বিদেশের অগণিত মানবতাবাদী দরদী মানুষ। আমরা তাদের প্রত্যেককে সাধুবাদ জানাই।

ইমরান এইচ সরকার তাঁর দায়িত্ব পালন করেছেন। তিনি তাঁর সামর্থে সম্ভব সব কিছু করছেন। এই দূর্যোগে বিপন্ন মানুষদের রক্ষায় আমরাও আমাদের দায়িত্ব পালন করতে পারি। মনে রাখতে হবে- এ দায়িত্ব অাল্লাহ্-রাসূল (দরুদ) কর্তৃক প্রদত্ত। ইমরান এইচ সরকার পারলে আমরাও পারবো- ইনশাআল্লাহ্। এ লক্ষ্যে আমরা মানবতাবোধে উজ্জীবিত কিছু উচ্ছল-উজ্জল তরুণের সহায়তায় বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি। এতে সর্বতোভাবে আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনি দেশে-বিদেশে যেখানেই থাকুন, আপনি আপনার সামর্থ অনুযায়ী এই কাফেলায় অংশ নিতে পারেন। সর্বনিম্ম ১০০ টাকা থেকে শুরু করে যতোটাকা সম্ভব অনুদান দিতে পারেন। হতে পারে আপনার প্রদত্ত টাকায় আমরা কিছু মানুষকে বাঁচাতে পারবো। আমাদের একজনের বা কয়েকজনের জন্য কাজটি আসলেই কঠিন। কিন্তু আপনাদের সকলের সহযোগিতায় তা মোটেও কঠিন কিছু নয়। আমরা জাতিকে দেখিয়ে দেবো- 'আমরাও পারি'।

কোন জোরাজুরি নয়, কোন চাপ নয়, কোন লজ্জা নয়, কোন বাহাদূরি বা লোক দেখানো মানসিকতা নয়। আমরা শুধু আল্লাহ-রাসূল (দরুদ) প্রদত্ত আমাদের দায়িত্ব ও কর্তব্যটুকু পালন করার চেষ্টা করবো। আমরা বিশ্বাস করি- 'আস সা'য়ু মিন্নী ওয়াল ইতমামু মিনাল্লাহ্' মানে- অামার- আপনার কাজ প্রচেষ্টা চালানো ও উদ্যোগ গ্রহণ, সফলতা আল্লাহর পক্ষ থেকেই আসে। আমরা আপাততঁঃ ৩ জন্য পরীক্ষিত মানুষের নম্বর দিলাম। আমাদের এই কাফেলায় দেশ ও প্রবাসের মানবতাবোধে উজ্জীবিত আরো দরদী মানুষ যোগ দেবেন- ইনশাআল্লাহ। (যারা যোগ দিতে চান কমেন্ট করে জানান)। আমরা প্রত্যেকের নাম ঠিকানা আপনাদের জানাবো। বিপন্ন মানবতা রক্ষায় আপনি যত দ্রুত সম্ভব নিম্নলিখিত নম্বরে আপনার সাহায্যের অর্থ পৌঁছে দিন। বিশ্বাস করুন- পৃথিবীতে এর চেয়ে বড় পুণ্যের কাজ আজ আর কিছুই নেই।

যাদের সাথে যোগাযোগ করবেন:
তাহের আকবর- Akber Taher (বিকাশ নং: ০১৮১২০২৫৬৭০) ঢাকা।
রবিউল চৌধুরী Mohammad R H Chowdhury (বিকাশ নং:০১৮২৮ ৭২৭২০৮), ঢাকা।
ডা. ইব্রাহিম মাসুম বিল্লাহ্- Ibrahim Masum Billah (বিকাশ নং: ০১৬৭৫৪৩৫৭৮২) ঢাকা।
বোরহান রাব্বানী- Borhan Rabbani ( মোবাইল নম্বর: ০০৯৬৬৫৩০০৫৪৫২৮), মক্কা শরীফ।
আবছার তৈয়বী-Absar Taiyobi (মোবাইল নম্বর: ০০৯৭১৫০১৭৮৩৮৫৮) অাবুধাবি।

আপনাদের অনুদান ও সহায়তার অর্থ কৃতজ্ঞতার সাথে গ্রহণ করা হবে। এবং এই অর্থ দিয়ে অত্যন্ত আন্তরিকতা ও স্বচ্ছতার সাথে দুর্গত মানুষের মাঝে খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধ সরবাহ করা হবে। কালেকশন ও বিতরণ প্রতিদিন নিয়মিত ভাবে আপডেট করা হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের কাছেই আমরা দায়বদ্ধ থাকবো। আল্লাহ আমাদের ভালো কাজে সহযোগিতা করার তাওফিক দিন। আমীন! বিহুরমাতি রাহমাতাল্লিল আলামীন সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া আলিহী ওয়া সাহবিহী ওয়াসাল্লাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।

তারিখ: ০৪, অাগস্ট, ২০১৬ খৃ.
আবুধাবি, ইউ.এ.ই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.