![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধু! তোমাকেই খুঁজছি
-আবছার তৈয়বী
আজ বন্ধু দিবস। অনেকগুলো আজব-গজব দিবসের মাঝে এটাও একটা দিবস। পশ্চিমা দেশে বেশ ঘটা করেই পালিত হয়। এর পেছনে কারণও আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ গ্রিটিংস আদান-প্রদান করা হয়। বন্ধুর আছে রকমফের। কারো সাথে যোগাযোগ বা সম্পর্ক থাকলেই সে বন্ধু হয়ে ওঠে না। আমার বন্ধু সংখ্যা সীমিত। আমার আইডির সাথে ৫০০০ লোক সংযুক্ত থাকলেও আমার ৫০ জনের বেশি ভালো বন্ধু নেই। ওয়েটিংয়ে আছে ১৫০০ এর মতো। আমি নিয়মিতভাবে কিছু লোককে আনফ্রন্ড করি এবং কিছু লোককে এড করি। যারা ফেবুকে শুধু 'রং-তামাশা'র মাধ্যম হিসেবে ব্যবহার করেন- তাদের সাথে আমার বন্ধুতা থাকতে পারে না। আমি জানি- এমন অনেকেই আমার আইডির সাথে সংযুক্ত আছেন। তাদেরকে নিজ দায়িত্বে বেরিয়ে যেতে আমি সবিনয়ে অনুরোধ করবো। আর যারা ধর্ম, দেশ, জাতি ও মানুষদের নিয়ে ভাবেন- সেই সব লোকদেরকে আমার সাথে সম্পর্কযুক্ত হতে আহ্বান জানাবো।
বন্ধুতা খারাপ কিছু নয়- যদি খারাপ মানুষের সাথে বন্ধুত্ব না হয়। যারা ধর্ম, সমাজ ও দেশ নিয়ে ভাবে না- আমি তাদের সাথে কোন সম্পর্ক রাখতে চাই না। মানুষের প্রতি যাদের দরদ নেই- তাদের সাথেও না। শিল্প, সাহিত্য ও সংস্কৃতির সাথে যাদের সম্পর্ক নেই- তাদের সাথেও না। সামাজিক দায়বদ্ধতা যাদের নেই- তাদের সাথেও না। আর্ত-মানবতার সেবায় যারা অনিচ্ছুক- তাদের সাথেও না। ৫০০০ লোকের মধ্যে আমি মাত্র ৫০০ মানুষ চাই- যারা আমার যে কোন ভালো উদ্যোগের সাথে থাকবেন। তারা হবেন- আমার সবচেয়ে আপনজন, নিদানের বন্ধু ও কাছের মানুষ। আছেন কি এমন কেউ? থাকলে কমেন্ট করে জানান।
বর্তমানে আমরা বন্যার্ত, নিরন্ন, বুভুক্ষু, দুঃস্থ, পীড়িত, দূদর্শাগ্রস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি। আমাদের এ উদ্যোগের নাম Helping Hands to Flood Victims বা 'বন্যার্ত মানুষের প্রতি সাহায্যের হাত'। বর্তমানে এটিই আমাদের ধ্যান-জ্ঞান। আমি চাই- আপনিও আমাদের হাতের সাথে হাত মেলান। আপনি দুনিয়ার যেখানেই থাকুন- আমার এই বার্তা আপনার দৃষ্টিগোচর হলেই আপনি সাড়া দেবেন- এটা আমার অনুরোধ। জেনে রাখুন- বড় এমাউন্ট বড় উপকারী হলেও আমরা আপনার কাছে বড় এমাউন্ট দেয়ার বড় আবদার করবো না। আপনি আপনার সামর্থ অনুযায়ী সর্বোচ্চ আন্তরিকতার সাথে সাহায্যের হাত বাড়িয়ে দিন- এই ছোট্ট আবদারটি কি একজন বন্ধু হিসেবে আমি করতে পারি না? বলুন- পারি না?
ইতোমধ্যে আমাদের আহ্বানে সাড়া দিয়ে দেশের ও প্রবাসের কিছু দরদী মানুষ সাড়া দিয়েছেন। তাদের মধ্যে আলেম আছেন, হাফেজ আছেন, লেখক আছেন, সাংবাদিক আছেন, শিক্ষক আছেন, ছাত্র আছেন, ব্যবসায়ী আছেন, চাকুরিজীবি আছেন, শ্রমিক আছেন, খেটে খাওয়া মানুষ আছেন, এমনকি বেকার লোকও আছেন। তাদের মধ্যে পুরুষ আছেন, নারী আছেন, এমনকি শিশুরাও আছেন। আমরা তাঁদের প্রত্যেকের কাছেই কৃতজ্ঞ। ইতোমধ্যে আমাদের প্রায় ৫০,০০০ টাকার মতো ফান্ড হয়ে গেছে। আমাদের জন্য এটা কম নয়। কিন্তু পানিবন্দী দুঃস্থ, নিরন্ন ও পীড়িত ২০ লাখ মানুষের জন্য এটা খুবই অপ্রতুল। তাই আমরা আপনাদের সকলেরই অংশগ্রহণ চাই। ৫০০০ লোকে ১০০ টাকা করে দিলে পাঁচ লাখ টাকা হয়। এই পাঁচ লাখ টাকা দিয়ে আমরা অন্ততঃ পাঁচ হাজার পরিবারের কাছে পৌঁছুতে পারি। প্রিয় বন্ধু! আপনি বুঝেন না কেন- আপনার ১০০ টাকার জন্য আমরা আমাদের টার্গেট পূরণ করতে পারছি না। আচ্ছা- আপনি যদি আমাদের উদ্যোগে মাত্র ১০০টি টাকা দেন- তো আপনার কি বিরাট কোন ক্ষতি হয়ে যাবে? চুপ করে আছেন কেন, বলুন- বড় কোন ক্ষতি হবে? যদি বড় কোন ক্ষতি না হয়, তো আজই নিম্মোক্ত ঠিকানায় পাঠিয়ে দিন আপনার অনুদান।
১. তাহের আকবর- Akber Taher (বিকাশ নং: ০১৮১২০২৫৬৭০) ঢাকা।
২. রবিউল চৌধুরী Mohammad R H Chowdhury (বিকাশ নং:০১৮২৮ ৭২৭২০৮), ঢাকা।
৩. ডা. ইব্রাহিম মাসুম বিল্লাহ্- Ibrahim Masum Billah (বিকাশ নং: ০১৬৭৫৪৩৫৭৮২), ঢাকা।
ব্যাংক একাউন্ট:
Rabiul Hossain Chowdhury
129.101.197493
Dutch Bangla Bank
CDA Avenue, Chittagong
আপনি যদি আমার বন্ধু হন, তো অনুদান দিন। আপনার কাছে না থাকলে অন্যের কাছ থেকে নিয়ে দিন। তাও না পারলে আপনি এ নিয়ে কিছু লিখুন এবং লেখাটি আমাকে ট্যাগ করুন। তাও না পারলে আমার লেখাটি শেয়ার করুন। হতে পারে আপনার কারণে অন্য কেউ উদ্বুদ্ধ হবেন। আমাদের এই উদ্যোগের সাথে কে কে কাজ করতে চান- তা আমাদের জানান। মনে রাখবেন- কেউ যদি আপনার কথায় উদ্বুদ্ধ হয়ে কোন অনুদান দেন, তাতে তিনি যতোটুকু প্রতিদান পাবেন- তার সমান প্রতিদান আপনিও পাবেন। তো আর দেরি কেন- বন্ধু? হে বন্ধু! আপনি আওয়াজ দিন। আমরা আপনাকেই খুঁজছি।
তারিখ: ০৭ আগস্ট, ২০১৬ খৃ.
আবুধাবি, ইউ.এ.ই।
এ সংক্রান্ত অাগের লেখাগুলো পড়তে ক্লিক করুন:
https://www.facebook.com/AbsarTaiyobi/posts/10208739461177189
https://www.facebook.com/AbsarTaiyobi/posts/10208731011165944
https://www.facebook.com/AbsarTaiyobi/posts/10208721197000596
©somewhere in net ltd.