![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মা! আমরা আসছি
-আবছার তৈয়বী
প্রিয় ভাই, বোন ও বন্ধুগণ! আপনার এক মুঠো সাহায্যের আশায় এক কোমর পানিতে দাঁড়িয়ে আছেন আমার এক দূঃখীনি মা। আপনি সাহায্যের হাত বাড়িয়ে দিবেন বলে বৃষ্টি-বাদল বা তপ্ত রোদে দাঁড়িয়ে আছেন- বয়সের ভারে ন্যুজ আমার কতগুলো অসহায় মা। আপনার সাহায্যের আশায় ঘরের দরোজা ফাঁক করে হাঁটু পানিতে দাঁড়িয়ে অপেক্ষা করছেন- আমার সলজ্জ বোনটি। আপনি ত্রাণ নিয়ে গেছেন শুনে এক বুক পানি সাঁতরিয়ে ধীরে ধীরে ছুটে আসছেন- আমার বুড়ি মা। কলা গাছের ভেলায় চূলো জ্বালিয়ে আপনার সামান্য চাল-ডালের অপেক্ষা করছেন বাংলাদেশের অগণিত অপরিচিত বন্যার্ত গৃহবধু- আপনি চাল নিয়ে গেলে উনূনে চড়াবেন বলে। ক্ষুণ্নিবৃত্তি নিবারণের আশায় সে চূলোটির দিকে চোখ বড় বড় করে চেয়ে আছে- নিরন্ন-বুভুক্ষু শিশুরা। ক্ষুধার তাড়না এমন যে, আপনার এক কেজি চাল এই অসহায় মানুষগুলোর কাছে যেন 'সাত রাজার ধন'। এক মুঠো ভাত বা এক মুঠো চিড়া কিংবা একটি ওরস্যালাইন অথবা জ্বরের দু'টো ট্যাবলেট- তাদের কাছে পরম প্রাপ্তির ও বহু আকাঙ্ক্ষিত বস্তু। ব্যাপারটি কি আপনি বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন- তবে আপনার সাহায্য যতো ছোট বা ক্ষুদ্রই হোক, আজই নিম্ন ঠিকানায় পাঠিয়ে দিন। মাত্র ১০০ টি টাকা বা ২-৩ কেজি চাল আপনার জন্য কিছুই না। কিন্তু একটি নিরন্ন পরিবারের জন্য অনেক কিছু- উপোস পরিবারের ১ বা দুইদিনের অন্ন বলে কথা!
সাহায্য পাঠানোর ঠিকানা:
১. রবিউল চৌধুরী Mohammad R H Chowdhury (বিকাশ নং:০১৮২৮ ৭২৭২০৮), ঢাকা।
২. ডা. ইব্রাহিম মাসুম বিল্লাহ্- Ibrahim Masum Billah (বিকাশ নং: ০১৬৭৫৪৩৫৭৮২), ঢাকা।
(বিকাশের লিমিটেশনের কারণে Akber Taher এর বিকাশ নম্বরে কোন টাকা ঢুকবে না। তাই আমরা তার নম্বরটি ডিলিট করেছি।)
ব্যাংক একাউন্ট:
Rabiul Hossain Chowdhury
129.101.197493
Dutch Bangla Bank
CDA Avenue, Chittagong
প্রিয় ভাই, বোন ও বন্ধুগণ! আমাদের আহ্বানে সাড়া দিয়ে ইতোমধ্যে আপনাদের প্রদত্ত প্রায় ৮৫,৮৮৬ টাকা আমাদের হাতে চলে এসেছে। ২০০ পরিবারের জন্য আমাদেরকে প্রয়োজনীয় ওষুধ দেবার প্রতিশ্রুতি দিয়েছেন- বায়োর্ফামা ফার্মাসিটিউক্যালস লি. এর এমডি জনাব ডা: অানোয়ারুল অাজিম। আমরা তাঁর কাছে এবং আপনাদের সবার কাছে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমাদের কৃতজ্ঞতা ও অভিবাদন গ্রহণ করুন। আল্লাহ চাহে তো- আমরা আগামীকাল রাতে উত্তরবঙ্গের উদ্দেশ্যে ত্রাণসামগ্রী নিয়ে রওনা হবো। সাথে নিয়ে যাবো- নিরন্ন, বুভুক্ষু ও অসহায় মানুষগুলোর জন্য আপনাদের অতুল ভালোবাসা ও দোয়া। আপনারা দোয়া করবেন- যেন আমরা যথাযথভাবে আপনাদের প্রদত্ত অনুদানগুলো নিরন্ন, অসহায়, পীড়িত ও দুঃখী মানুষগুলোর কাছে পৌঁছাতে পারি।
প্রিয় ভাই, বোন ও বন্ধুগণ! আপনারা যারা অনুদান দেবার প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি মোতাবেক আপনাদের অনুদানের টাকাগুলো আজকের মধ্যেই পাঠিয়ে দিন। যারা এখনো দেননি- কিন্তু দিতে চান, তারাও সর্বোচ্চ আন্তরিকতার সাথে আজকের মধ্যেই আমাদের উদ্যোগে অংশ নিন। আল্লাহ বলছেন- "ওয়া আক্বরিদ্বুল্লাহা ক্বারদ্বান হাসানান, ওয়ামা তুক্বাদ্দিমূ লিঅানফুসিকুম মিন খায়রিন তাজিদূহু ইনদাল্লাহি হুয়া খায়রাওঁ ওয়া আ'জামু অাজরা, ওয়াস্তাগফিরুল্রাহা ইন্নাল্লাহা গাফূরুর রাহীম" অর্থাৎ 'তোমরা আল্লাহকে ঋণ দাও- উৎকৃষ্ট ঋণ, তোমরা নিজেদের জন্য সৎকাজের যা কিছু পেশ করেছো- তার প্রতিদান আল্লাহর কাছ থেকেই পাবে। তা তোমদের জন্য অতীব কল্যাণকর এবং সর্ববৃহৎ প্রতিদান। আর তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকো। নিশ্চয়ই অাল্রাহ অতীব ক্ষমাশীল; করুণাময়।" তো আসুন! আমরা সকলেই আল্লাহ- ও রাসূলের (দরুদ) সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে প্রতিযোগিতামূলক ভাবে এই মহৎ কাজে অংশ নিই। আল্লাহ্ আমাদের তাওফিক দিন। আমিন! বিহুরমাতি রাহমাতুল্লিল আলামীন সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া আলিহী ওয়া সাহবিহী ওয়াসাল্লাম।
তারিখ: ১০ অাগস্ট, ২০১৬ খৃ.
অাবুধাবি, ইউ. এ.ই।
©somewhere in net ltd.