নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যবাক

অাবছার তৈয়বী

আবছার তৈয়বী

অাবছার তৈয়বী › বিস্তারিত পোস্টঃ

নষ্টপ্রেমের কাব্যকথা

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:০৬

নষ্টপ্রেমের কাব্যকথা
'সর্বনাশা ভালোবাসা'
-আবছার তৈয়বী
প্রেমিক: আজকে আমি তোমায় বড়ো ভালোবাসি,
প্রেমিকা: তোমার কথা শুনে আমার পায় হাসি।
প্রেমিক: কেন তোমার পেলো হাসি বলো শুনি?
প্রেমিকা: জানো তোমার ভয়ে আমি প্রমাদ গুণি।
প্রেমিক: প্রমাদ কেন গুণবে বলো আমায় দেখে?
প্রেমিকা: আমার দেহে নিশান যদি দাও এঁকে?
প্রেমিক: ভালোবেসে আঁকলে নিশান কী ক্ষতি?
প্রেমিকা: ক্ষতি তো নয়, থাকবে নাতো মোর গতি।
প্রেমিক: এমন কথা বলো নাতো মোর প্রিয়া,
প্রেমিকা: বিয়ের প্রস্তাব পাঠাও তুমি বাপ দিয়া।
প্রেমিক: বিয়ে আমি করবো তোমায় জানেমন,
প্রেমিকা: তোমার কথায় উদাস হলো আমার মন।
প্রেমিক: উদাস হলে চলবে কি গো- ফুসকা খাও,
প্রেমিকা: ভালোবাসা হৃদয় ভরে আগে দাও।
প্রেমিক: দু'জন মিলে ভালোবাসার করবো চাষ,
প্রেমিকা: দ্যাখো আবার না বাড়ে মোর দীর্ঘশ্বাস!
প্রেমিক: কয় কি আমার ময়না টিয়া চড়ুই পাখি?
প্রেমিকা: দাওনা যেন আমায় তুমি শেষে ফাঁকি।
প্রেমিক: ফাঁকির কথা দূর করে দাও মন থেকে ,
প্রেমিকা: লাঙল চালাও চাষী ওহে দেহ ঝেঁকে।
প্রেমিক: জমি তোমার উর্বরা তো দেখছি বেশ,
প্রেমিকা: ভালোবাসায় ভরে দেবো সোনার দেশ।
প্রেমিক: দিলাম তোমার দেহে আমি বীজ বুনে,
প্রেমিকা: বিয়ের স্বপন দেখে যাবো দিন গুণে।
প্রেমিক: বিয়ের কথা কও কেন গো নষ্টা নারী?
প্রেমিকা: উল্টোকথা বললে তুমি ভাঙবো হাঁড়ি।
প্রেমিক: ভাঙবে হাঁড়ি হা হা হা ভাঙো গিয়ে,
প্রেমিকা: তোমার ঘরে যাবো বিষের বোতল নিয়ে।
প্রেমিক: আজকে থেকে হবো আমি নিরুদ্দেশ,
প্রেমিকা: হায়রে খোদা! দুঃখের আমার নাইকো শেষ।
প্রেমিক: তুমি একটা বেশ্যা মেয়ে নষ্টা নারী.
প্রেমিকা: গলায় রশি দিয়ে দেবো জগত পাড়ি।
প্রেমিক: ভালো মেয়ে পাবো আমি রয়েছি আশায,
প্রেমিকা: নষ্টা আমায় করলো আজি ভালোবাসায়।

তারিখ: ১৪ ফেব্রুয়ারি, ২০১৭ খৃ.
আবুধাবি, ইউ.এ.ই।

ছবি পরিচিতি: ১. ভালোবাসার নামে প্রকাশ্যে বেহায়াপনা। ২. বগুড়ায় ভালোবাসার স্বীকৃতির দাবিতে বিষের বোতল হাতে প্রেমিকের ঘরের দরোজায় প্রেমিকার অবস্থান। ৩. চট্টগ্রামের রাউজানে অবৈধ প্রেমের ফলে ফাঁসিতে ঝুলে আবেগী প্রেমিক-প্রেমিকার অাত্মহত্যা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.