নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যবাক

অাবছার তৈয়বী

আবছার তৈয়বী

অাবছার তৈয়বী › বিস্তারিত পোস্টঃ

রাজনীতির কবি

০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৪

রাজনীতির কবি
-আবছার তৈয়বী

সাত মার্চে রেসকোর্স মাঠে গর্জে উঠেছো তুমি,
শোষিত বঞ্চিত জনপদ আমার প্রিয় মাতৃভূমি।

ব্যথিত হৃদয় আবেগে আকুল মনের জানালা খুলে,
দিয়েছো ভাষণ বিনাশে শাসন বাঙালী উঠেছে দোলে।

কাঁপে থরথর জালিম শাসক তব কথামালা শুনে,
বাঙালি জেগেছে স্বপন মেখেছে হৃদয়ের কোণে কোণে।

ঘোঁট পাকিয়েছে প্রমাদ গুনেছে হদয়ে বেড়েছে জ্বালা,
যবে শুনিয়াছে জালিম শাসক তোমারই কথামালা।

বজ্রকণ্ঠে দিয়েছো ভাষণ শুনালে মুক্তিবাণী,
স্বাধীনতারই সংগ্রাম তাহা আমরা সকলে জানি।

শিরায় শিরায় রক্তের নাচন দেখিয়াছি তাতে কত,
আবাল-বৃদ্ধ-বণিতা জেগেছে, জেগেছে বাঙালী যত।

দাবায়ে রাখতে পারেনি তাহারা বাঙালীর সংগ্রাম,
জেগেছে বাংলার শহর বন্দর জেগেছে হাজারো গ্রাম।

বাঙালির হৃদে স্বাধীনতার বীজ তুমি যে দিলে বুনে,
বীর বাঙালি অস্ত্র ধরেছে তোমরই ভাষণ শুনে।

বাঙালির হৃদে সে ভাষণ ছিল নিত্য বহমান,
স্বাধীনতার তুমি স্বপ্নপুরুষ শেখ মুজিবর রহমান।

ভাষণ তো নয় জাগরণী গান কাব্যকথার মালা,
তোমার ভাষণ নাশিল শাসন শত্রু মুখেতে তালা।

তুমি রাজনীতির কবি-
বাংলাদেশের পরতে পরতে দেখেছি তোমার ছবি।

তারিখ: ০৭ মার্চ, ২০১৬ খৃ.
আবুধাবি, ইউ.এ.ই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫২

ওমেরা বলেছেন: আপনি আসলেই বেচারা প্রায় ২ বছর যাবত ব্লগে থেকে কমেন্ট করেছেন মাত্র ৫ টি !!!

২| ০৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৫

ওমেরা বলেছেন: সরি কমেন্ট টা আরেক জনের পোষ্টে করেছিলাম করার পর দেখি আপনি আরেক জন আমি সরি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.