![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুর্লভ কিন্তু সস্তা কিছু সময় ছিল রঙ্গিন,
নিরুত্তাপ কিছু আবেগ ছিল সংজ্ঞাহীন।
পুরনো দেওয়াল জুড়ে ধূল জমানো স্বপ্ন,
নির্বুদ্ধিতার প্রলয় ঝড়ে হয়েছে তা রুগ্ন।
প্রতিশ্রুতি ছিল তবে তা যেন শুধু ভাব জমানো,
প্রতিবিম্ব কে আঁকড়ে ধরে আছি যেন এখনো।
তুমি নেই তাই বলে কি আয়না থাকবে না ?
কল্পিত স্বর্গ আমার পূর্ণ করেছি ষোলআনা।
স্বাধীন আমি আমার স্বাধীনতার স্বর্গে,
উদ্দীপনা হাজারো পথে হেঁটেছে হাজারো বর্গে।
তবুও বলি হায়রে স্বাধীনতা সাধ মিটল না তোর?
ফেললি পুরনাঙ্গতা সব শুধু নারীর উপর।
অবাক আমি আজ চির নিদ্রিত হতে চাই ,
সংকল্প বুকে বেধে বল কেমনে সব ভুলে যাই ?
নিদারুণ নিঃপিরন এই দংশন বরই কঠিন,
অনন্ত কালের এই চক্র আদও বন্ধ হবে কোনদিন ?
উদ্ভট কথা নাকি বলি আমি তুমি বলেছিলে,
শূন্য অনুভূতিতে কেন তবে আঘাত করেছিলে ?
তির্যক, তীক্ষ্ণ সেই কষ্টের ছুরি গেঁথেছিলে।
ঝি ঝি ডাকা যাদুময় সেই নিশ্চুপ রাত,
কণ্টক ময় সেই সব স্বপ্নিল প্রভাত,
নারী তুমি ধ্বংসই করেছিলে অগ্নি কন্যা হয়ে।
তবুও নাকি ভালবাসার রেষ টুকু যায় রয়ে।
তোমার ছিদ্রহীন নিদ্রা হয় না যেন ভঙ্গ,
উত্তাল উচ্ছ্বাসিত এই হৃদয় যেন এক রঙ্গ,
যেমন খুশী স্বপ্ন সাঁজাও আবার নিজেই ভাঙ্গ ।
©somewhere in net ltd.