নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার।যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু\'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী।পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

১৯৭১ সালে পাক ভারত যুদ্ধে ভারত বিজয়ী!

১৭ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:০৯


দীর্ঘ ২৫ বছরের নানা লাঞ্ছনা গঞ্জনা বঞ্চনা সহ্য করে যখন পাকিস্তানের বিরুদ্ধে বীর বাঙালী অস্ত্র হাতে তুলে নিয়ে বীরবিক্রমে যুদ্ধ করে দেশ প্রায় স্বাধীন করে ফেলবে এমন সময় বাংলাদেশী ভারতীয় দালালরা ভারতে ডেকে আনে। ভারত এমনই একটা সুযোগের অপেক্ষায় ছিল কীভারে বাংলাদেশের এই স্বাধীনতা যুদ্ধে নিজেদেরকে সম্পৃক্ত করা যায় যাতে পাকিস্তানকে ভেঙ্গে দুটুকরো করা যায়, পাকিস্তানকে দূর্বল করা যায়।

আমরা চেয়েছিলাম পাকিস্তানের লাঞ্ছনা গঞ্জনা বঞ্চনা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে নিজেদের স্বাধীনতা। চেয়েছিলাম নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে, নিজেদের মাথা উঁচু করে রাখতে, চেয়েছিলাম একটি স্বাধীন পতাকা। অপর পক্ষে ভারত চেয়েছিল পাকিস্তানকে দু টুকরো করা, দূর্বল করা। ভারত কোন ভাবেই আমাদের স্বাধীনতা চায়নি; তাদের চাওয়া ছিল ভিন্ন। তাদের চাওয়া ছিল দূর্বল প্রতিবেশী রাষ্ট্র যার ওপর প্রতিনিয়ত ছড়ি ঘোরানো যাবে এমন একটা দেশ।

ভারত যদি স্বাধীনতাই চাইতো তাহলে কেন জম্মু ও কাশ্মীরের স্বাধীনতা দিচ্ছেনা? সিকিমকে কেন গিলে খেলো? হায়দারাবাদ, জুনাগড় কেন দখল করলো? বাংলাদেশের প্রতি তাদের এতো দরদ উথরে উঠলো কেন? বাংলাদেশের প্রতি দরদ উথরে ওঠার মূল কারণ হলো পাকিস্তানকে দু ভাগ করা। যা গতকাল মোদি ও অন্যান্য নেতাদের টুইট থেকে স্পষ্ট।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:১৭

মাথা পাগলা বলেছেন: খেয়াল করেন ১৬ ডিসেম্বর কিন্তু ভারতেরও বিজয় দিবস। এটা তারাও পালন করে। বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করে ২৬ মার্চ। সারা পৃথিবীর মিডিয়াতে পরদিন নিউজ প্রকাশিত হয়েছে পূর্ব পাকিস্তানের নেতা শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছে। বিশ্বাস না হলে সেই সময়ের সংবাদপত্র চেক করে দেখতে পারেন। ২৬ মার্চ থেকে চলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। ভারত কিন্তু তখনো সরাসরি যুদ্ধে জড়ায়নি। পাকিস্তান ভারতের পশ্চিমাঞ্চলে হামলা করলে ৩ ডিসেম্বর ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এর মানে হচ্ছে তখন বাংলাদেশ ও ভারতের সঙ্গে পাকিস্তানের একযোগে যুদ্ধ চলছে। ৩ ডিসেম্বর ভারত যুদ্ধ শুরু করার পরই আসলে পাকিস্তানের লাল সুতা বের হয়ে যায়। ২৫ বছরের মৈত্রী চুক্তি হয় বাংলাদেশের মুজিবনগর সরকারের সঙ্গে ভারত সরকারের। এতে বলা হয় একে অপরকে সামরিক সহায়তা দিবে বিপদে পড়লে। ফলে বাংলাদেশ ভারত মিলে "মিত্র বাহিনী" গঠন করে। ভারতের বিমান পাকিস্তানে ঢুকে বোমাবর্ষণ শুরু করে। শেখ মুজিবুর রহমান পাকিস্তানের যে কারাগারে বন্দী ছিলেন সেখানে অবিরাম বোমাবর্ষণের শব্দ শোনা যেতো। মুজিব জিজ্ঞেস করেছিলেন, এগুলো কিসের শব্দ। তারা বলত শীতকালীন মহড়ার শব্দ এগুলো। কিন্তু যে গোয়েন্দা ছদ্মবেশে আসামী সেজে মুজিবের রুমে তাঁর জন্য রান্না ও অন্যান্য কাজ করে দিতো সে পরবর্তীতে মিডিয়ায় এক ইন্টারভিউতে বলেছিল যে, মুজিব বুঝতেন যুদ্ধ চলছে আর এগুলো ভারতের বিমানবাহিনীর গোলাবর্ষণ।...

যাই হোক, ১৬ ডিসেম্বর নিয়াজী আত্মসমর্পণ করতে রাজি হয়েছিল ভারতীয় বাহিনীর কাছে কারণ তাতে তারা জেনেভা কনভেনশনের সুবিধা পাবে। বাংলাদেশের কোন স্বীকৃত সেনাবাহিনী ছিল না। ফলে ভারতের ইতিহাসে এটা হচ্ছে সবচেয়ে বড় যুদ্ধ জয়। এজন্য ১৬ ডিসেম্বর বাংলাদেশের পাশাপাশি ভারতও ১৬ ডিসেম্বরকে বিজয় দিবস পালন করে। ইতিহাস না জানলে সলিমুল্লাহ কলিমুল্লাহরা আপনাকে বুঝাবে সেদিন আসলে ভারতের বিজয় হয়েছিল। সেদিন যদি বাংলাদেশের বিজয় না হয়ে একা ভারতের বিজয় হয় তাহলে বাংলাদেশের পুরোটাই তো তাদের রাজ্য করার কথা। কাজেই কমনসেন্স খাটিয়ে ইতিহাস পড়ুন এবং জামাত ও চিঙ্কু বামদের থেকে দূরে থাকুন। আর শুনুন, নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধী ১৬ ডিসেম্বর তাদের যুদ্ধ জয়ের বিজয় দিবসের পোস্ট দিয়েছেন, বাংলাদেশের নাম কেন নিবে? তারা তো বাংলাদেশের বিজয় দিবস পালন করছে না। কমনসেন্স খাটান!


~ সুষুপ্ত পাঠক

১৭ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:২৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি না পড়েই তো রেডীমেড উত্তর দিয়ে দিলেন। শেষের প্যারাটা পরেছেন? না পড়লে পড়ুন অথবা পড়লে আবারো পড়ুন আমি কি বলেছি।

২| ১৭ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:৪৫

রাজীব নুর বলেছেন: দেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর হয়ে গেছে। অথচ রাজাকার এবং তাদের ছানাপোনারা তাদের আব্বা (পাকিস্তান)কে ভুলতে পারেনি। এগুলোকে ঝাটা দিয়ে মারা দরকার।

১৭ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:১৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি ব্লগের বিশিষ্ট ছাগল! আমার লেখা পড়ে বোঝার মতো শিক্ষা বা জ্ঞান-বুদ্ধি আপনার নেই!

আপনি নিম্নবুদ্ধির, মানুষের লাথি খাওয়া, হতভাগ্য এক লেখাচোর। চুরির দায়ে বহুবার আপনাকে কানে ধরে উঠাবসা করা হয়েছে এবং বেত মারা হয়েছে। ব্লগ কর্তৃপক্ষ বহুদিন আপনাকে খাঁচায় আটকে রেখেছিল।

সেই চোর যখন অন্যকে মানুষ হওয়ার উপদেশ দেয়, তখন চোরের কি শাস্তি হওয়া উচিত? ------শ্রাবণধারা

৩| ১৭ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:৫১

অগ্নিবাবা বলেছেন: সৈয়দ ভাই যে ভাষায় কথা শুনতে চায়, সেই ভাষায় উত্তর দিচ্ছি, ভারত জম্মু কাশ্মীর সিকিম হায়দ্রাবাদ জুনাগাড় সবই দখল করেছে, ভারতের সেই দম আছে। আপনারা গজওয়াতুল হিন্দ করতে চান ভারত এটাও বুঝে গেছে, অতএব সাবধান, ব্লগ পর্যন্ত ঠিক আছে, সীমান্তে এসে কাঠি করলেই তাঁর সেই স্যাটার কাঠি খুলে নেওয়া হবে। ভারতের মুসলমানেরাও আপনাদের সাপোর্ট করে না। অতএব শান্তিতে থাকুন, শান্তিতে থাকতে দিন। ব্লগে বাল ছাল পোস্ট প্রসব করা থেকে বিরত থাকুন।

১৭ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৪১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ও দাদা রাগ করছেন কেন? আপনি না ভালা মানুষ? ভালা মানুষ কখনো রাগ করেনা।

দাদা ভাই এখন আমি কামের কথায়। এই আপনিই বলেছিলে আমাদেরকে গাজা বানাবেন! এটা কেমন কথা বলেছিলেন? আপনাদের সমস্যা হলো গোমূত্র খেয়ে পুরাই গোবৎস বনে গেছেন। আপনাগো সেই দম আছে আগে সেটা জানুন? এটা আপনাগো সিনেমা নয় যে ঘুসি মেরে পর্বত উড়িয়ে দিবেন। আমাগো গাজা বানাতে গেলে আপনাগো ধুতি থাকবে তো?

২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় চীন আগ্নেয়াস্ত্র ছাড়াই পাথর ও লাঠি দিয়ে আপনাগো স্যাটার কাঠি খুলে দিয়েছিল মনে আছে দাদা? নাকি মলমে মেখে সেরে উঠেছে? এই কয় মাস আগে পাকিস্তান ফুটুস ফুটুস করে আপনাগো যুদ্ধ বিমানগুলো পাখির মতো নামিয়েছিল মনে আছে দাদা? ঐ দুই পাশে বিড়ালের মত মিউ মিউ করেন আমাদের পাশে সিংহ বনে যান বিষয়টা কি দাদা? সিংহের পোষাক গায়ে দিলেই সিংহ হওয়া যায় না। বিড়াল কখনো সিংহ হয়না। তাই হিন্দি সিনেমা দেখে স্বপ্ন দেখা বাদ দিন। পেশি শক্তি দেখানো বাদ দিন সেই দম ধুতিওয়ালদের নেই।

৪| ১৭ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৩৯

ঊণকৌটী বলেছেন: ভারত কে আক্রমণ করেন নর্থ ইস্ট দখল করে নিন, ব্যবসা বাণিজ্য সম্পূর্ণ রূপে বন্ধ করে দেওয়া উচিত কি বলে গাজা ইলহিন্দ শুরু করে দিন

১৭ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৪৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দাদা কেমন আছেন?
দাদা আমরা বাংলাদেশীরা শান্তিতে থাকতে চাই কারো পাছায় সুড়সুড়ি দেওয়া আমাদের কাম নয়। আমরা আপনাগো অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাই না কিন্তু আপনারা প্রতি নিয়ত আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাগ গলিয়ে যাচ্ছেন। আমরা যুদ্ধে বিশ্বাসী নয় শান্তিতে বিশ্বাসী। আপনারা হাসিনা গংদের আশ্রয় না দিলেই তো ল্যাঠা চুকে যেত; এই হাসিনা গংদের নিয়ে আপনাগো এতো মাথা ব্যাথা কেন? বাংলাদেশের চেয়ে কি হাসিনা গংরা আপনাদের কাছে বড় হলো? ভাবুন ভাবুন। ভাবতে শিখুন।

৫| ১৭ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৫৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভারত কখনোই একটি শক্তিশালী বাংলাদেশ দেখতে চায়নি তারা চেয়েছি পাকিস্তানকে দুভাগ করে দূর্বল করা।

৬| ১৭ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:০৪

সৈয়দ কুতুব বলেছেন: মোদি নিজেকে খুব পাওয়ার ফুল দেখাতে চায়। রাজনৈতিক কারণে এমনটা করেছে। শেখ হাসিনার আমলে নাকি বাংলাদেশের নাম নিত। বুঝাই যাচ্ছে জ্বালা কোথায় !

৭| ১৭ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:১১

ঊণকৌটী বলেছেন: ভারত যুগে যুগে বহুত মানুষকে আশ্রয় দিয়ে এসেছে 1960 সালে দালাই লামা কে আশ্রয় দিয়ে চিনের সাথে যুদ্ধে জড়িয়ে ছিলো আর হাসিনা কে আপনার সেনা বাহিনী বিমানে করে স্বসম্মানে দিল্লিতে পৌঁছে দিয়ে এসেছে তা ভারতকে দোষ না দিয়ে আপনার সেনা বাহিনীকে প্রশ্ন করেন কেন তারা এই কাজ টা করলো |আপনারা নিজেরাই পাঠিয়ে দেবেন আবার প্রশ্নও করবেন ভারত কেন আশ্রয় দিলো এইটা দ্বীপচারিতা হলোনা |

৮| ১৭ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:১৫

অগ্নিবাবা বলেছেন: আপনার ব্লগে কমেন্ট করা সময় আর মেধার অপচয়, শুধু জানিয়ে গেলাম, খেলতে যখন চাইছেন, খেলা হবে। আপনাদের জায়গা হবে ফাকিস্থানে, বাংলাদেশে নয়। জয় বাংলা।

৯| ১৭ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৪০

সৈয়দ কুতুব বলেছেন: উপকৌটী @ দালাই লামা কি ভারতে আশ্রয় নিয়ে চীনকে অস্থিতিশীল করার জন্য উসকানি দিয়েছেন? আপনারা পিপল টু পিপল রাজনীতি কবে শিখবেন? শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কি চিরকাল শাসন ক্ষমতায় থাকতো? এটা কি পসিবল?

১০| ১৭ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:৪৩

সৈয়দ কুতুব বলেছেন: অগ্নিবাবা@আপনি একজন ধর্মনিরপেক্ষ মানুষ ! মৌলবাদি মোদির বিপক্ষে বললে তো আপনার খুশি লাগার কথা৷ এখানে ফাকিস্তান আসলো কোথা থেকে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.