![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিজয় দেখবি খোকা ? বিজয় ??!!!
বাংলার বিজয় ??
যেখানে রক্তাক্ত রাজপথ ৪২ বছর পরেও...
যেথায় রোষের আগুনে ঝলসে যেতে পারিস তুইও !!
বুলেট, বোমা আর জলকামান,
এখনো রাজপথে মুক্তির শ্লোগান,
যেথায় ভারী বাতশ দগ্ধ শিশুর কান্নায়,
গনতন্ত্র অন্ধকারে বুক চাপড়ায়...
বিজয় দেখবি খোকা সেই বিজয় ???
তীব্র কষ্টে পড়ে থাকে মানুষ নর্দমায়,
আহজারি মায়ের সেবার আশায়...
পৌছায় না উঁচু ওইসব দালান কোঠায়।
নেতারা চোখ রাঙিয়ে দাপিয়ে বেড়ায়...
বুকফুলিয়ে মানুষ মারতে কীসের ভয় ?
বিজয় খোকা !! বাংলার বিজয় !!!
দেখবি যত মানুষ পচা গন্ধ বাতাশ...
সেই ৭১ এর মতই ধুয়াচ্ছন্ন আকাশ...
তফাৎ শুধু পাকিস্তানীরা নাই,
পুড়িয়ে দেয় নিজেদেরই ভাই,
রাস্তায় বের হলেই ঝাপটে ধরে হায়নার দল,
এমন বিজয় কোথায় পাবি বল ?
৪২ বছরের বিজয় দেখি খোকা চল !!!
হয়তবা কেউ কেড়ে নিচ্ছে না তোর ভাষা...
কিন্তু গুড়িয়ে দিচ্ছে বেঁচে থাকার সব আশা...
হয়তবা কেড়ে নিবে না তোর ধর্ম কেউ...
তবে ডুবিয়ে দেবে তোকে রক্তের ঢেউ,
ক্ষমতা দিয়ে সরকার নয় ছয় বঝায়...
এটাই খোকা ৭১-২০১৩এর বিজয় !!!
©somewhere in net ltd.