![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুবর্ণ কঙ্কন হাতে রিনঝিন শব্দ তুলে ,
হেঁটে বেড়াও তুমি আমার হৃদয়ে সবকিছু ভুলে ।
এমনও আধার কালো মেঘময় দিনে,
তোমার কালো ভেজা চুলের কথা মনে পরে আনমনে ।
প্রতি টি বৃষ্টির ফোঁটায়,
রিনঝিন সেই শব্দ ছোঁটায়।
গহীন হৃদয়ের এক কোনে,
স্বপ্ন আমার একা একা জাল বুনে।
মেঘলা মন আর মেঘলা আকাশের এই খুনসুটি,
বুঝনা তুমি, তাই হয়েছে কষ্টের কাটাকাটি ।
আমার বেখেয়ালি মন, করে অনুকরন,
বৃষ্টির ফোঁটার ওই শব্দকে।
তুমি অবচেতন, কেন অকারণ ,
আপন করেছো গভীর অন্ধকার কে ।
এসো আবার হাঁটি, ভেজা মাঠে আর ভেজা ঘাসে,
ছেঁড়ে সব কাটাকাটি হাত ধর হাতে,
নিঃশ্বাস নেই চল এই বাতাসে ।
তুমি বড্ড অভিমানি, এতটা যে কখনো ভাবিনি।
এমনও বৃষ্টির দিনে কেন আমায় মনে করনি ?
জানি কিছুই বলবে না তুমি,
অনর্থক প্রশ্ন করে যাব আমি ।
ক্লান্ত হয়েছি বড় বেশি, করে হাঁটাহাঁটি,
চল না এবার করি কষ্টের কাটাকাটি ।
২| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৩
আতিক কষ্ট বলেছেন: কি বুঝলেন ? :ও
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৯
বৃষ্টি'র জল বলেছেন: হুম্মম্ম
বুঝলাম