নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

A grief luxury traveler in search of happiness.

আতিক কষ্ট

আতিক কষ্ট › বিস্তারিত পোস্টঃ

নতুন কিছুর প্রত্যাশায়

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৮

নীরব আমি নীরব তুমিও, বাড়ছে দূরত্ব যদিও,

আর কত মিছে অভিমান, নাকি আমায় অনুকরণ কর তুমিও ?

নির্জীব পরিবেশ আঁকড়ে রাখে আমায় একাকী,

গহীন মনের কষ্ট আমার চঞ্চলতা কে করছে বিবাগী,

ঢালু নির্জন আঁধারে ডুবে চলছি অবিরত,

কেন ডুবে যায় না সব কষ্ট, সব ক্ষত ?

আমায় অনুকরণ এর এই পথ কিন্তু গোলক ধাধাময়...

শূন্য থেকে আবার শুরু হবে না সব, তবে নিজেই হবে শূন্যময়...

অতিপ্রাকৃত কিছু আলিঙ্গনের সবটাই কি মিছে ?

কেন উদ্ভট এই অসহায়ত্ব টা দিনে দিনে বাড়ছে ?





তবে নতুন কিছু হয় তো শুরু হবেই নতুন করে...

অতীত কি এতই সহজ, সব ভোলাতে পারে ?

জীর্ণশীর্ণ স্বপ্ন গুলো মুখ থুবড়ে পড়ে আছে আমার হৃদয়ে,

নতুন স্বপ্ন বোনাও বোকামি কি নয় এই বিদায়ে ?

ইচ্ছের সূতও ছিঁড়েছে তার মূল নাটাই থেকে...

ঘুড়ি আজ উড়ছে তোমার নিজের বিবেকে...

আমার ইচ্ছে তাই বন্দী বেখেয়ালি স্বপ্নের কারাগারে...

অবাদ বিচরণ নাই আমার, ডুবছি শুধুই অন্ধকারে...

দিব্যি তুমি দেখে যাবেই কি আমার ডুবে যাওয়ার ?

কখনই কি দেখবে না স্বপ্ন আমার অল্প কিছু পাওয়ার ?





বেশ বুঝি অলস সময় কাটালে যা হয় আর কি...

পাগল হওয়ার মনে হয় আর কিছু থাকে না বাকি...

আবেগ ঝড়ে, একাকীত্ব বাড়ে, আর বাড়ে বোকামি...

বোকা সবাই প্রেমে'র ক্ষেত্রে, অলস সময়ে করে ন্যাকামি...

কিন্তু আমার অনাড়ম্বর এই কবিতা কিন্তু ন্যাকামি নয়...

লিখছি অগোছালো কিছু মনের কথা তাতে কি ভয়...

যদি ধূসর ক্লান্ত সময়ের কাছ থেকে একটু পরিত্রাণ হয়...

সৃতির পাতা জুড়ে কেন শুধু শুধু কষ্ট পড়ে রয়... ??

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.