![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সধারন মানুষ আমি দারিপাল্ল না.....
সবকিছুতেই সমান পরিমাপ রক্ষা আমি পারি না...
উদ্ভট বাস্তব আবার আবেগ দুটাই সমান রাখা,
আর পানি থেকে তেল সরানো একই গো সখা ।
বুঝ কিনা কি বলতে চায় মন আগ্রাসী হয়ে,
আর বুঝ কি বাস্তব চলে ঝড় বয়ে নিয়ে...
ধ্বংসিত প্রলয় ঝড়ে ভালবাসা আজ নিরাকার...
পরাজিত আবেগ আজ করে বসে চিৎকার...
কোথায় সেই মমতা মাখানো কিছু পরশ...
কেন নেই সেই তিব্র ভালবাসার আক্রোশ ?
প্রশ্ন আমার একার না তোমারও বটে...
স্বপ্ন চুরি হয়েছে যেখানে অকপটে...
কেন বল তবে এটা স্বীকার করো না...?
মানুষ আমরা সবাই দাঁড়িপাল্লা না...
ভালবাসা তাই সব সময় সমান হয় না।
একটু না হয় করলাম বিবাদ বাস্তবতার সাথে...
হার কিন্তু মেনেছে সবাই, বসেছে সব পথে...
নির্মম তরও এই নির্বাসন কেন বুঝ না ?
মানুষ আমি দাঁড়িপাল্লা মোটেও না...
সমান সমান প্রেম আর বাস্তব সমান করা ?
কিই বা আর হবে নিজের ধ্বংস ছাড়া ?
অন্যের দোষ খোঁজা কি ঠিক বল ?
যেথায় নিজেই করি নিজের সাথে ছল।
তৃষিত মন কেন তবে আজ অকারন...
দাঁড়িপাল্লায় কেন আমি অযথায় দণ্ডায়মান ???
©somewhere in net ltd.