![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তিলোত্তমা গড়বো তোমার জন্য কখনই বলবো না,
কুঁড়ে ঘরে যদি না থাকো তবে এসো না।
উঁচু আশা নাকি সবারই থাকে, হোক সে তুমি আর আমি,
কষ্ট বয়ে বেড়াই হৃদয় বাকে, খুঁজি নতুন আগামী।
আজব কিছু বাস্তবতা নিংড়ে নেয় ভালবাশা,
মধ্যবিত্তের জন্য তাই সবই মিছে আশা ।
সখি ভালবাশা বড়ই সুখের আবার তুচ্ছ জিনিষ,
যতক্ষণ না জীবন কে ভাল করে চিনিস,
যদি বল আমি আবেগহীন তাই এমনটা বলি,
আরে বিবেকের কষাগাথে আমি এ পথ চলি।
তোমার রঙের ফানুশ উড়াও তুমি নিজের মতো,
আটকাতে কি পারবো আমি চেষ্টা করি যত ?
বাড়ি, গাড়ি যার আছে সেই পারবে তোমার প্রেমিক হতে,
কেন মিছে মিছে আমার সাথে হাঁটবে অন্ধকার ভবিষ্যতে ?
নাড়ি তুমি সবই পারো করতে জয়,
ধ্বংসও করো যেমন করেছো নগরী ট্রয়,
তবে কেন পারবে না ছুঁয়ে দিতে অন্য হৃদয় ?
হওনা এই অধমের প্রতি একটু সদয়...
মধ্যবিত্তের প্রেমিক আমি এখন হয়েছি কবি,কেন ভালবাসতে গেলাম তোমায় এটাই এখন ভাবি।দাশত্তের বেড়াজালে বন্দী আমার জীবন,তাই কঠোর হাতে বাস্তব আবেগ কে করেছে দমন।
২| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২১
আতিক কষ্ট বলেছেন: ঠিক বলেছেন
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৫
বৃষ্টি'র জল বলেছেন: মধ্যবিত্তের জন্য তাই সবই মিছে আশা