নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

A grief luxury traveler in search of happiness.

আতিক কষ্ট

আতিক কষ্ট › বিস্তারিত পোস্টঃ

আমার জন্মদিন আর মরিচা ধরা ভালবাসা

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪১

যান্ত্রিক এই শহরে, অযান্ত্রিক মন আমার,

বয়ে বেড়ায় কষ্ট কে, সুখ খুঁজতে তোমার।

আজো দেখো এই ব্যাকুলতা আমার সব ছাড়িয়ে,

ফেরী করে ভালবাসা সুখ সব হারিয়ে।

আমি যেন আজ অন্য আমি এই আমাতে,

হাজারো ভীরে খুঁজি সুখ শুধুই তোমাতে।

কিছু স্বপ্ন কে আগলে রেখে হেঁটেছি সম্মুখে,

পিছু নিয়ে দুঃখ আমায় কাঁদিয়েছে তোকে।

তবুও বলিস না আমি স্বার্থপর, আমি খুনি,

করিনি খুন করেছি কষ্ট কে দামি।

বিশালতা তোর প্রেমের আমি ছোট করিনি,

করেছি ভালবাসাকে শুধুই হয়রানী।

আমার ছিল যত সুখ সব নিয়েছ কেড়ে,

বুঝনি কিভাবে বেঁচে আছি কষ্ট কে আঁকড়ে।

এই দিনে পৃথিবীতে আরও এক বোকার আবির্ভাব,

ভেবেছ কেমন লাগে তোমার সুখের প্রলাপ?

কেউ নেই যখন আজ আর আমার পাশে,

জন্মদিন টা বল কেমনে কাটাই এই অবকাশে ?

তবুও বন্ধ হয় নি কারো উপহাস আর কারো বিদ্রুপ,

যখন মরিচা ধরেছে ভালবাসায় যা ছিল অপরূপ।

আমিও তাই আজ একা থাকবো বসে,

চাইনা কারো সান্ত্বনা, চাই না কেউ থাকুক পাশে।

বোকা কথা বলছি হয়ত বলবে মানুষ,

বুঝবে কি তারা এই মনে উড়ে কষ্টের ফানুস।

অকৃতজ্ঞ আমি ভালবাসাকে বুঝিনি,

বুঝেছি সুখ তাই আর কষ্ট কে খুজিনি।

আমি অজ্ঞ তাই চোখের ভাষা পড়িনি,

মরীচিকা তাই আমায় আঁকড়ে থাকেনি।

ঝরা পাতায় এঁকেছি আমার ঝরা স্বপ্ন,

তাই ঝরে গেল সব ভালবাসার রত্ন ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.