নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

A grief luxury traveler in search of happiness.

আতিক কষ্ট

আতিক কষ্ট › বিস্তারিত পোস্টঃ

ভুলে ভরা ভুল :(

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৭

কি আজব !?! আর কত !?! আমি তো ভুলতেই বসেছি...

সেই স্নিগ্ধ বিকেল কিছু সুপ্ত অনুভব,

তোমার শৃঙ্খলিত চুলের সৌরভ,

রোদ হেলে গেয়েছিল কিছুটা হলুদ আবেশে,

ভাসিয়েছিল আবেগের ভেলা হৃদয় আকাশে,

অবাক করার মত না !?! সত্যি আমি ভুলতে বসেছি......



ভুলতে বসেছি আমি !?! অকল্পনীয় কাজটাই করেছি...

ভ্রান্ত ধারণা তোমার আজ উপেক্ষিত,

স্রষ্টা আজ গভীর মনে নিমজ্জিত,

দণ্ডিতের দণ্ড আজ বিতাড়িত,

ভালবাশা নেই আবেগতারিত,

সুখ অনুভূতির দ্বারপ্রান্তে কারন আমি ভুলতে বসেছি......



সেদিন আকশের মেঘেরা কাছে ছিল আর ছিল তুমি...

শপ্ন ছিল কিছু উম্মুক্ত,

সৃতি কিছুটা আজ তিক্ত,

ফুল ভরা সেই বাগানে,

শুন্য দৃষ্টি আজ অকারনে,

কেন জান !?! কারন ভুলতে বসেছি আমি......



সৃতি গুলো বড্ড অভিমানী সেজে আছে আজি.....

শীতের উষ্ণ সেই চাঁদর,

জড়ানো ছিল কিছু আদর,

অবহেলায় অনাদরে আজ,

নেইকো আমার প্রেমের সেই তাজ,

সত্যি আমি ভুলতে বসেছি, কি ধরবে বাজী....?



তিক্ত দুপুরের সেই দিন গুলি আজ নেই......

প্রচণ্ড মানুষের ভীরে,

রাস্তা গুলোর দুই ধারে,

চুড়ি আর গল্পের বই,

আজ ওইগুলো বলতো কই,

ভুলতে বসেছি আমি,আজ হারিয়েছি খেই......



রিনঝিন রিনঝিন বৃষ্টি বরষায় যুগল বন্দী দুজনে......

হুট ছিল সেদিন উঠানো,

শীতে ছিল শরীর কাঁপানো,

তবুও দুজনে দূর বিভাজনে,

হেসেছি মুখ দেখে অকারণে,

জানো কি তুমি !?! ভুলতে বসেছি আজ অকারণে...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.