![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেনা শৈশব, চেনা শহুরে, ধূল মাখা স্মৃতি
ভর করে চেনা সুরে এই হৃদয়ের মায়াজালে,
শূন্যতার মাঝে ভর করে কষ্ট আর
বেড়ে উঠে ধুম্রজাল শত সুখের আড়ালে।
যদি কোন এক বিকেলে আধখানা বিড়িতে
ভাগ চাইতে কেউ ছুটে আসে,
যদি রিক্সায় চেপে কোন এক রমণীতে
আনমনে চোখ হারিয়ে বসে।
বন্ধু তোরা এখনো কি রইবি বসে?
সেই পার্কের ধূল জমা বেঞ্চে বসে ?
এসে দেখ এই মনে এখনো কত ধূল জমে
হারাতে স্মৃতির বায়স্কোপের প্রেমে...
বসে আছি আমি আধখানা সিগেরেট হাতে,
যদি দেখা হয়ে যায় কোন এক রাঙ্গা প্রভাতে।
চেনা সেই শৈশবে হারাবো না হয় আবারো,
চেনা কিছু মুখ নিয়ে তীব্র রোদ্দুরে,
ক্লাস পলাতক কিছু দুষ্ট ছেলেরা
আবারো না হয় মিলিয়ে যাবো শৈশবের সমুদ্রে।
©somewhere in net ltd.