![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি জোছনা কভূ বিমুখ হয় দেখতে তোকে,
এক ঝাঁক জোনাক পাঠাবো তোকে সঙ্গ দিতে...
যদি বাতাস কখনো তোর চুলেতে বিলি না কাটে,
এই বুকের দীর্ঘশ্বাস আসবে ছুটে মায়াবী মধ্য রাতে।
ইচ্ছের সাথে যদি তোর অমিল হয় এই আষাঢ়ে মেঘের,
মিলে ঘটাতে দিবো না হয় শেয়াল মামার বিয়ে...
ইচ্ছে যদি করিস নগ্ন পায়ে চলবি পথ অজানা পথের ,
এক টুকরো সবুজ এঁকে দিব স্বপ্ন বুকে নিয়ে।
ভাবছিস তুই এত কিছু করবো আমি কেন ?
ইচ্ছে আমার তোর ইচ্ছেগুলো রাঙানো...
জোছনার আলো যেমন আজি রাত জাগানো...
তেমন তোর ইচ্ছেই আজ ইচ্ছে আমার, 'প্রেম' লুকানো।
©somewhere in net ltd.