![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টির প্রতিটি ফোটায় মিশে আছে ক্লান্তি,
আকাশের জমে থাকা অবসাদের প্রশান্তি...
নেই ক্লান্তি আজ আমার তবু প্রশ্ন কেন অবসাদের?
মেঘ নেই, নেই ভালোবাসা চিলেকোঠায় তোদের।
আছে অসহ্য কাদাজলে ঘেরা মেঠো পথে,
আছে প্রেম দেখ বৃষ্টির কোলাহলময় এই প্রভাতে।
ব্যাস্ততা থেমে নেই যান্ত্রিক নগরের সিগনালে,
থেমে নেই ফুল কিংবা স্বপ্ন ফেরী এই দোলাচলে,
তুমি নেই তবুও থেমে নেই আশা....
থেমে নেই মেঘ-বৃষ্টি-ভালোবাসা...
©somewhere in net ltd.