![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ ছিল এক আজব ছেলেবেলা,
ছোট ছোট পায়ের শত দুরন্তপনা;
আর হাজারো রঙের সব হলিখেলা,
যেন ছোট্ট মনে ছিল সুখের আনাগোনা।
আজো আমায় কেন সব ভাবায়,
ছোট্ট উঠান জুড়ে সবুজের মেলা;
আর এক কোণঘেঁষা সেই ডোবায়,
ছিল কতই না লাফঝাঁপের খেলা।
কোন কোন আষাঢ়ের কাদামাটিতে,
কাদা ছোড়াছুঁড়ি সকল ভাইদের;
কিংবা সাইক্লিং শেখার সেই গোধূলিতে,
ফিরে পেতে চাই আবারো তোদের।
সেই ছেলেবেলা যেখানে বইশাখে,
ঝড়ে ঝরে পরা পাকা আম কুড়ানো;
আবার পা পিছলেও হাটতে শেখা,
ছিল শত উম্মাদনার মেলা যেন।
মায়ের হাতের দুধমাখা ভাত ফেলে,
ছুটে পালানো এ ঘর থেকে ওঘরে;
হাজারটা বকুনি খেলারো ছলে,
হারিয়ে গেছে সব স্মৃতির দুয়ারে।
তোবুও হারায়নি ছোট্ট মুখের 'মা' ডাকা,
অথবা অল্পস্বল্প সব লুকোচুরি খেলা;
এখনো প্রায়ই মাড়াই সেই রেখা,
তবুও ফিরে পাই না সে ছেলেবেলা।
©somewhere in net ltd.