![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে তোমায় ডাকে কেন নিরবধি এই রাতে?
কে তোমায় খোঁজে কেন অন্ধকারময় এই নিশিতে?
কেন বল বেখেয়ালি মন উপহাস্য হয়
কেন উদাসী বাতাসে মন একলা জেগে রয়?
কে তোমায় ভাসায় স্পন্দিত সুখের বাতাসে,
কেন বল কাদাজল মেখে ভাসায় দূর আকাশে?
আমি নেই তবু কেন তুমি খোঁজেছ চাঁদ?
আমবস্যায় যেন ডুবে গেছে এই শহুরে রাত।
শুধু বেড়ে চলেছে সময় আর দূরবেধী সংলাপ,
চাপা পড়া যত প্রেম যেন পাগলের প্রলাপ,
কে দেখ সহাস্যমুখে সম্মুখে তোমার?
নয়কি কোন এক পাগল ভালোবাসায় একাকার?
কে এই রাতে ঝড় ঝড় বাতাসে বিদ্ধ?
করতে এসেছে চুরি আবেগ এসেছে করতে তোমায় রুদ্ধ?
©somewhere in net ltd.