![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এগিয়ে যেতে চাই।অনেক বিশাল স্বপ্ন দেখি,স্বপ্ন দেখা দোষের কিছু নয়।লক্ষ্য স্হির রেখে বুহুদূর চলতে চাই।
ব্রাউজার বলতে আপেরামিনি, ইউসি, সাফারি, ডলপিন, গুগল ক্রোম এবং ইত্যাদি ইত্যাদি।আমরা সাধারণত কম্পিউটারে বা মোবাইলফোনে গেমস খেলি।কিন্তু কখনো কি ব্রাউজারে গেমস খেলেছি? হয়তবা অনেকে জানে আবার জানে না।নেট ব্যবহারের সময় নেটে সমস্যা হলে আপনার মেজাজ স্বাভাবিক করতে খেলতে পারেন। তো আমাদের উপকরণন হিসেবে শুধু গুগল ক্রোম ব্রাউজার লাগবে।ডিভাইস কম্পিউটার/অ্যান্ড্রয়েড ফোন যেটাই হোক।তারপর আপনার ইন্টারনেট ডাটা বা নেট কানেকশন অফ করে দিন।এইবার গুগল ক্রোমে প্রবেশ করে আপনার ইচ্ছা মত একটা সাইট লিংক সার্চ বক্সে লিখুন।প্রবেশ করুন।
যেমন: http://www.somewhereinblog.net
এইবার একটা Errors পেজ আসবে, লক্ষ্য করুন উপরে একটি ডাইনোসর রয়েছে।আপনি কম্পিউটারে থাকলে Space বারে ক্লিক করুন।আর অ্যান্ড্রয়েডে থাকলে ডাইনোসরে ক্লিক করুন।ব্যাস্ খেলা শুরু হয়ে গেল!খেলাটি খেলার আর কোন নিয়ম নাই শুধু স্পেস অথবা টার্চ দিয়ে বাঁধা গুলো টপকাতে হয়।
ধন্যবাদ সবাইকে।সুস্হ থাকুন।
ভিডিও দেখে শিখুন: https://m.youtube.com/watch?v=4QnFq4FVB0s
১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১১
Atsboyarif বলেছেন: হ্যা।নেটে সমস্যা হলেই আমি শুরু করি।
২| ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:১৬
মোঃ হৃদয় শেখ বলেছেন: নতুন একটা বিষয় জানতে পেরে ভালো লাগলো
১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩১
Atsboyarif বলেছেন: ধন্যবাদ।আপনার অনুভূতি প্রকাশের জন্য।
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০৬
মিথ্যা প্রেমের গল্প বলেছেন: আমি মাঝে মাঝে খেলি