![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এগিয়ে যেতে চাই।অনেক বিশাল স্বপ্ন দেখি,স্বপ্ন দেখা দোষের কিছু নয়।লক্ষ্য স্হির রেখে বুহুদূর চলতে চাই।
সর্বপ্রথম চাঁদে কে পা রেখে ছিলেন? আমারা সবাই জানি যে তিনি হলেন নীল আর্মস্ট্রং। তাহলে, ২য় বার কে চাঁদে গিয়েছিলেন? হ্যাঁ, হয়ত আমরা জানি না বা জানার চেষ্টা করি না জানতে হলে হয়ত গুগল করতে হবে।
.
কেন আমরা ২য় জনের নাম জানি না বা জানতে চেষ্টা করি না?
এর সহজ কোন উত্তর আমার কাছে নেই, তবে বিকল্প ব্যবস্থা আছে। আমরা সব সময় প্রথম বিষয়কে অধিশ্রয় (ফোকাস) করি। যেমনঃ ক্লাসের ফাস্ট বয় বা মেধাতালিকায় প্রথম। কেন? এই কেন শব্দের উৎপত্তি প্রতিযোগিতা থেকে আমরা ছোট বেলা থেকে শিখে এসেছি বাবা-মা বলেছেন তুমি বড় হয়ে ডাক্তার-ইঞ্জিনিয়র হবে মানুষের সেবা করবে। তাই কেউ আমাদের জিজ্ঞেস করলে "বড় হয়ে তুমি কি হবে?" উত্তর একটাই ডাক্তার-ইঞ্জিনিয়র, এবং সেবাটা শুধু ডাক্তারী এবং ইঞ্জিনিয়ারিং এর মধ্যে বিদ্যমান, আর অন্য কোন পেশা দ্বারা সেবা করা যায়না। আমার বাবা-মা, তোমার বাবা-মা, আমাদের বাবা-মা সবার সম্মিলিত চাওয়াই আজ প্রতিযোগিতার জন্ম দিয়েছে। তাই তো ছোট ছোট বাচ্চাদের কে তাদের ওজনের দ্বিগুণ ব্যাগ কাঁধে করে চলতে দেখি। কারণ তাদের ডাক্তার-ইঞ্জিনিয়র হতে হবেই। এবং শুধু যারাই ডাক্তার-ইঞ্জিনিয়র হতে পারবে তারাই মানুষের মনে জায়গা করে নিবে নীল আর্মস্ট্রং এর মত
আমি ১ম নয়, ২য়ও নয় হয়ত বা নিজের অবস্থান নিজে নির্ণয় করা সম্ভব নয়। যে অবস্থানেই থাকি না কেন দেশের সেবাটাই আমার কাছে বড়।
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৭
Atsboyarif বলেছেন: ☺️
২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৩
বিজন রয় বলেছেন: যে অবস্থানেই থাকি না কেন দেশের সেবাটাই আমার কাছে বড়।
ঠিক বলেছেন। এভাবেই থাকুন।
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৮
Atsboyarif বলেছেন: ধন্যবাদ। অবশ্যই চলার চেষ্টা করব।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৭
বর্ণিল হিমু বলেছেন: কথা ঠিক....!