![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এগিয়ে যেতে চাই।অনেক বিশাল স্বপ্ন দেখি,স্বপ্ন দেখা দোষের কিছু নয়।লক্ষ্য স্হির রেখে বুহুদূর চলতে চাই।
আজকের এই দিনেই কি আপনার চোখে পড়ল বীরশ্রেষ্ট রুহুল আমিনের ছেলে চায়ের দোকান করে দিন গুজরান করছে... (তাও রেফারেন্স নাই)
.
আজকেই কি জানতে পারলে ভাষা শহীদ সালামের পরিবার নদী ভাঙ্গনের সাথে লড়াই করে দিন অতিবাহিত করছে...
.
আজকেই দেখতে পেলে একটি পথ শিশু থরথর করে কাঁপছে আর আপনি বেনসন জ্বালিয়ে শরীর গরম করছেন..
.
এই তিনটি পয়েন্টে দেখালাম যেটা দিয়ে আপনে আজকের এই দিনে মানবতাকে সঙ্গায়িত করছেন এবং গ্রুপে গ্রুপে পোস্ট করে বেড়াচ্ছেন আর কিছু মানুষ তেল মেরে তেলের দাম বৃদ্ধি করে দিচ্ছে। এর মধ্য দিয়ে আপনার ভালবাসা উতলিয়ে পড়ছে.. এইসব সস্তা ভালবাসা বাদ দেন।
.
এই দিন গুলো এক একটা দিন নির্ভর বলেই তাৎপর্যপূর্ণ ৩৬৫ দিনই যদি বিজয় দিবস হয় তবে সেটা সাধারন ৩৬৫ দিন হিসেবে গননা করা হবে।.. দুঃখের বিষয় মানুষের চুলকানি দেখে কেননা তারা উক্ত দিনগুলোতে এলার্জির ওষুধ খেতে ভুলে যায়।...
.
কে কি প্রোপাইল পিক দিল, কে কি লিখল সেটা দেখা আপনার বিষয় নয়। Arif R Hossain ভাই ওয়ালে একটি পিক দেখলাম বলা আছে "This is my wall, here, I'm only responsible for what I say, Not for what you understand" নিশ্চয় আর তরজমা করতে হবেনা।
.
মানবিকতার বিষয় গুলো প্রতিদিন কেউ না কেউ বলছেই যদি তা ঊর্ধ্বতনরা না দেখে তবে তাতে কারো কিছু করার থাকেনা। প্রতিনিয়তই ত টিভিতে প্রতিবেদন হচ্ছে তো ফলাফল কি!! শূন্য।
.
অন্তত তিনটা জাতীয় দিবস ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস এবং ১৬ ই ডিসেম্বর বিজয় দিবস এইগুলো নিয়ে কম্পেয়ার করবেন না।
.
মনে রাখা উচিত "দেশ প্রেম ঈমানের অঙ্গ" এটি একটি প্রচলত প্রসিদ্ধ প্রবাদ কোন হাদিস নয় কিন্তু। কিন্তু একটি হাদিস আছে... “দেশ রক্ষার জন্য সীমান্ত পাহারায় আল্লাহর রাস্তায় বিনিদ্র রজনী যাপন করা দুনিয়া ও এর মধ্যকার সবকিছু থেকে উত্তম।”
.
প্রশ্ন জাতির কাছে দেশপ্রেমের প্রতিফলন কিভাবে ঘটানো যায়?
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৯
ধ্রুবক আলো বলেছেন: একদল কাজ করবে আরেক দল মন্তব্য করবে এখন এইটাই দেশের স্বভাব হয়ে গেছে!
তবে একটা কথা সত্য অনেক স্বার্থান্যেষী মানুষ আছে যারা সারা বছর কোন খবর নাই, বিজয় দিবসে খুব ফাটায়া ফেলায় স্বাধীনতার চেতনায়!
আর গতকাল তো হিন্দি গানের মহরা চলছে হাস্যকর। এই জাতি বুঝবে কবে?
০৪ ঠা জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:০১
Atsboyarif বলেছেন: বিষয়গুলো দেখে অবাক হয় যে বিজয় দিবসে কিভাবে হিন্দি গান বাজানো হয়!
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০৩
স্নিগ্ধ শোভন বলেছেন: দেশ প্রেমটাই মনে হয় লোভাতুর কিছু।ফেসবুক স্ট্যাটাস প্রোফাইল পিকচার দিয়ে লোকজনকে দেখাতে হবে।