নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আরিফ। এক্দশ-দ্বাদশ শেণীতে লেখাপড়া করছি।ব্লগিং আমার নেশা। সময় পেলে কিছু লেখার চেষ্টা করি। প্রযুক্তি বিষয় নিয়ে লেখালেখি করি। যা জানি মানুষকে জানাতে চেষ্টা করি, আর যা জানিনা তা জানতে চেষ্টা করি। নিজের লক্ষ্য স্হির রেখে সামনে এগিয়ে যেতে চাই...

Atsboyarif

আমি এগিয়ে যেতে চাই।অনেক বিশাল স্বপ্ন দেখি,স্বপ্ন দেখা দোষের কিছু নয়।লক্ষ্য স্হির রেখে বুহুদূর চলতে চাই।

Atsboyarif › বিস্তারিত পোস্টঃ

Show Off নিয়ে কিছু কথা।

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪১

ফেইজবুক, টুইটার, লিংকডইন বিবিধ সোস্যাইল মিডিয়া সৃষ্টির উদ্দেশ্যই হল Show off সিদা বাংলাই লোক দেখানো।

*_* কি কন মিয়া? মাথা ঠিক আছে! সবাইরে নিজের মত ভাইবেন না।
- ওকা, লেট মি ক্লিয়ার ইট। :D
- আপনে কোথায় পড়া-লেখা করেন।

*_* জি, আমি অক্সফোর্ডের স্টুডেন্ট। কেন আপনে আমার প্রোপাইলে দেখতে পারছেন না ক্লিয়ারলি ইউনিভার্সিটি অব অক্সফোর্ড লেখা আছে।
- দুঃখিত ভাই, দেখতে পায়নি। আপনি মনে হয় "Only me" প্রাইভেসি দিয়ে রেখেছেন।

*_* আরে না মিয়া, Public ই করা আছে। আপনার চোখে সমস্যা আছে ডাক্তার দেখান।
- Public! ক্যান ভাই আপনে যে অক্সফোর্ডে পড়েন তা মানুষকে দেখানো কি দরকার! এখানে যুক্ত করাই বা কি দরকার।

*_* ভাই রাতে কি কিছু খাইছেন! একটা মানুষের পরিচয় তার পরিবার, বাবা-মা, অথবা প্রতিষ্ঠিত ভাই-বোন অথবা অত্নীয় দ্বারা হয়। একজন শিক্ষার্থীর পক্ষে তার শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তার পরিচয় লাভ করাটা অধিকতর সহজ কারন "জনি" অথবা "রনি" নামে হাজারটা ছেলে থাকতে পারে কিন্তু যদি বলা হয় এ ডিপার্টমেন্ট ঐ ডিপার্টমেন্টের তাহলে সহজে চেনা যায়। আর সে যখন নিজেই প্রতিষ্ঠিত হয়ে যায় তখন শুধু তার কাজ এবং নাম দিয়ে তাকে চেনা যায়।
- হ্যা, ভাই আমি এতক্ষন ধরে এই Show off এর কথা বলছি এটি হচ্ছে পজেটিভ Show off আপনে তো কথা শুরুর আগেই নেগেটিভ চিন্তা শুরু করে দিয়েছেন।

আমি পজেটিভ Show off এর কথা বলছি এর অর্থের সামান্য পার্থক্য হবে যার অর্থ লোক দেখানো নয় বরং লোককে দেখিয়ে দেওয়া। দুইটা শব্দ একি হলেও
পার্থক্য ব্যপক। (নতুন শব্দটা আমারই তৈরি) :p

আপনার ফেসবুক প্রোপাইলে লিখা আছে Studding - Oxford, DU, CU, AUST, BUET ইত্যাদি এই গুলো হচ্ছে শিক্ষাক্ষেত্রে পরিচিতিমূলক show off এবং অবশ্যই ভালবেসে যুক্ত করেছেন।
আপনার প্রোপাইলে লিখা আছে Works - Engineer, Web developer, Softwere developer, Freelancher,... at... institution ***. এইগুলো হল কর্মপরিচয়মুলক Show off
অধিকিন্তু, ভলেন্টিয়ারি, কন্ট্রিবিউটর, at BNCC, Red Crisent অথবা বিভিন্ন সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান। এটি হল সেবামূলক Show off হতে পারে স্বল্প সময় অথবা র্দীঘ সময়ের জন্য।

এইবার একটু গভীরে যায়। কিছু দিন আগে শেষ হয়ে গেল BPL অনেকে তাদের প্রোপাইলের ছবিতে যে যে দল সমর্থন করে তাদের ফ্রেম যুক্ত করেছে। সেটি হচ্ছে সমর্থনমূলক Show off দলকে সমর্থন করে এবং ভালবেসে ফ্রেমটি লাগিয়েছে। যদিও আমি একটা ম্যাচের ২ বলও দেখিনি কারন আমার টেস্ট পরীক্ষা চলছিল তাই খেলা দেখিনি এবং বিশেষ কোন দলকে সমর্থন করিনি। কোন প্রকার ইচ্ছা হয়নি তাই প্রোপাইলে কারো ফ্রেমও যুক্ত করিনি as my wish যারা করেছেন তারা করেছন Show off, Show off, Show off এর জন্যই। ঐ মিয়া আপনে ফেসবুকে কেন আসেন? নিশ্চয় ভাল কোন লেখার খোঁজে, হয়ত পরিচিত জন যারা অনেক দূরে তাদের মুখ দেখতে না হয় বিনোদন নিতে। আপনি যখন কোন পোস্ট বা আর্টিকেল শেয়ার করেন তখন কোন প্রাইভেসিতে শেয়ার করেন? নিশ্চয় Public। আপনার স্ট্যাটাস যদি আপনে নিজে নিজে দেখে আনন্দিত হন এবং শুধু নিজ প্রাইভেসিতে শেয়ার করেন তবে আপনাকে পাবনা যাওয়া ছাড়া উপায় নাই।

সুতরাং পাবলিকের উদ্ধেশ্য যাই দিবেন তাই Show off। দীর্ঘ ১ মাস Bpl এর ফ্রেম ব্যবহার করা হয়ছে কোন চুলকানি নাই অথচ ডিসেম্বর মাসে জাতীয় পতাকা ফেসবুকে দিল ক্যান তা নিয়া চুলকানি।

অতএব, প্রো পিকে জাতীয় পতাকা যুক্ত করাও একটা ভালবাসামূলক Show off তাই নেগেটিভলি না নিয়।... আপনে যুক্ত করেন নাই বলে অন্য কেউ যুক্ত করলে দোষ হবে এবং তার বিরোধীতা করে স্ট্যাটাস দেওয়া হল নেগেটিভ Show off..
Is it clear? হ্যা আর আপনেই একমাত্র ব্যাক্তি যে নিজেকে বড় দেশ প্রেমিক ভেবে নিয়েছেন এই বলে যে আপনে বিজয় দিবসকে কেন্দ্র করে ফেসবুকে কিছু না লেখার কারনে।আর বাকিদের টা সস্তা দেশ প্রেম আপনেই প্রকৃত দেশ প্রেমিক সালাম আপনাকে।

ভাই আগে তো ফেসবুক ছিলনা তখন... কি মানুষ বিজয় দিবস পালন করেনি। এখন ফেসবুক এসেছে মানুষের অ্যাক্টিভিটি বেশি তাই ফেসবুকে কিছু লিখলে কোন অন্যায় হবেনা। "বোধ হয় প্রযুক্তিই বাঙ্গালির কাছে যত গন্ডগলের বিষয়।" স্মরণ করিয়ে দেয় সাম্পপ্রি ঘটে যাওয়া অনেক ইস্যুর সমাধান শুধুমাত্র ফেসবুকের মাধ্যমেই এসেছে এবং সমাধানও হয়েছে... সুতরাং Facebook is a platform of show off.

মোরালঃ দেশকে ভালবাসি, আমরা স্বাধীন জাতি সুতরাং Show off আমরাই করবো কারন পৃথিবীকে দেখিয়ে দিতে হবে বাঙ্গালি সব পারে। Problem?

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৬

বিজন রয় বলেছেন: সব জায়গায় লোক দেখানো ভাব কিছু না কিছু দেখতে পাওয়া যায়।
আর ব্যবসা থাকলে তো কথায় নেই।

ধন্যবাদ লেখাটির জন্য।

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৬

Atsboyarif বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:১৫

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: এখন তো লোকজন জামাই/বউ নিয়েও শোঅফ করে!

০৪ ঠা জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৭

Atsboyarif বলেছেন: হাহা, ভাল বলেছেনন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.